কলকাতা, ৮ ফেব্রুয়ারি : DA মামলার রিভিউ পিটিশন সংক্রান্ত মামলার শুনানি আজ শেষ হল। তবে রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। আজ রিভিউ পিটিশন সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের তরফে AG কিশোর দত্ত বলেন, "DA রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার নয়।" তিনি বিচারপতি হরিশ ট্যান্ডন ও শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চে সুপ্রিমকোর্টের বিভিন্ন রায় উল্লেখ করে বলেন, "DA কেন্দ্রীয় সরকার বেশি দিচ্ছে না রাজ্য বেশি দিচ্ছে সেটা কি আদৌ বিচার্য?" যদিও এরপরই কর্মচারীদের পক্ষের আইনজীবী সরদার আমজাদ আলি বলেন,"কোর্ট তো আগেই রায় দিয়েছে DA রাজ্যের সরকারি কর্মীদের আইনসঙ্গত অধিকার।"
DA সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার নয়, হাইকোর্টে বলল রাজ্য
DA মামলার রিভিউ পিটিশন সংক্রান্ত মামলার শুনানি শেষ। কিন্তু রায়দান স্থগিত রাখল হাইকোর্ট।
১৮ জানুয়ারি রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল কিশোর দত্ত বলেন, "রাজ্য সরকারকে তাদের বক্তব্য বলার সুযোগ না দিয়েই DA সংক্রান্ত বিষয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের কাছে দুটি বিষয় ঠিক করতে পাঠিয়ে দিয়েছে হাইকোর্ট। এটা ঠিক হয়নি। এখানে রাজ্যের আরও বক্তব্য ছিল।" কিন্ত বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ জানায়, রিভিউ পিটিশন সংক্রান্ত মামলায় সাধারণত বেশি কিছু বলার সুযোগ আইনত থাকে না। এরপর AG -কে তাঁর বক্তব্য রাখার সুযোগ দেয় ডিভিশন বেঞ্চ।
গত বছরের ৩১ অগাস্ট কলকাতা হাইকোর্ট রায় দেয় যে, DA রাজ্যের সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার। পাশাপাশি SAT-কে নির্দেশ দেয়, রাজ্যের কর্মীদের DA-র হার কেন্দ্রীয় সরকারের কর্মীদের মতো হবে কি না তা ঠিক করতে। দিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের ইউথ হস্টেলে নিযুক্ত রাজ্যের কর্মীরা কেন্দ্রীয় সরকারি কর্মীদের হারে DA পান। তাঁরাও সেই হারে DA পাবেন কি না তাও ঠিক করতে বলা হয় SAT-কে।