পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

1 মাস ধরে নিখোঁজ স্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের - police

এক মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজে দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের ।

1 মাস ধরে নিখোঁজ স্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

By

Published : Jul 10, 2019, 9:30 AM IST

কলকাতা, 10 জুলাই : এক মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ স্ত্রী । পুলিশ কিছু করতে পারেনি । তাই বাধ্য হয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন স্বামী শাহনওয়াজ় ইসলাম । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ উত্তর 24 পরগনার পুলিশ সুপারকে নির্দেশ দিলেন, অবিলম্বে ওই মহিলাকে খুঁজে বের করতে হবে ।

2015 সালের 11 জানুয়ারি বাংলাদেশের বাসিন্দা নুরজাহানকে বিয়ে করেন শাহনওয়াজ় । চলতি বছরের 2 জুন নুরজাহান স্বরূপনগরের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান । কিন্তু শাহনওয়াজ় বিধাননগর থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ গ্রহণ করেনি ।

15 জুন আবার থানায় যান শাহনওয়াজ় । অভিযোগ, তাঁকে স্বরূপনগর থানায় প্রায় 9 ঘণ্টা বসিয়ে রাখা হয় । 20 জুন তিনি SP কে সমস্ত অভিযোগ লিখিতভাবে জানান । অবশেষে 5 জুলাই হাইকোর্টে মামলা দায়ের করেন তিনি ।

হাইকোর্টে মামলা দায়েরের পর পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় । মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চ উত্তর 24 পরগনার SP-কে নির্দেশ দেয় মহিলাকে খুঁজে বের করার জন্য ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details