কলকাতা, 2 মে : BJP-র হয়ে রাজ্যে এবার লোকসভা প্রচারে আসছেন ড্রিমগার্ল হেমা মালিনী । তিনি মথুরা লোকসভা কেন্দ্রে এবার BJP প্রার্থী । 4 মে রাজ্যে আসছেন তিনি । সেদিন শ্রীরামপুর, ঘাটাল ও ব্যারাকপুরে জনসভা করবেন তিনি । ওইদিন কলকাতা বিমানবন্দরে নামার পর হেলিকপ্টারে ঘাটালে পৌঁছাবেন তিনি । সেখান থেকে যাবেন শ্রীরামপুর ও ব্যারাকপুরে ।
রাজ্যে BJP-র হয়ে প্রচারে এবার ড্রিমগার্ল - dream girl
রাজ্যে প্রচারে ড্রিমগার্ল হেমা মালিনী । ৪ মে রাজ্যে আসছেন তিনি । ঘাটাল, শ্রীরামপুর ও ব্যারাকপুরে জনসভা করবেন তিনি ।
BJP সূত্রে জানা গিয়েছে, রাজ্যে প্রচারে আসার জন্য হেমা মালিনীর সঙ্গে পাঁচবার যোগাযোগ করা হয়েছিল । অবশেষে আজ তিনি রাজ্যে প্রচারে আসার বিষয়ে সম্মতি জানিয়েছেন । ঘাটাল লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী ভারতী ঘোষ, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সর্বজিৎ সরকার ও ব্যারাকপুরের BJP প্রার্থী অর্জুন সিং - এর সমর্থনে তিনি জনসভা করবেন ।
BJP-র সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, " আজই দিল্লি থেকে তাঁর (হেমা মালিনী) সফরসূচি চূড়ান্ত হয় । শেষ দফা নির্বাচন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা রাজ্যে আরও কিছু জনসভা করার জন্য হেমা মালিনীর কাছে আবেদন করেছিলাম ।"