কলকাতা, 13 মে:শহরে একাকী বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য কলকাতা পুলিশের একটি বিশেষ প্রকল্প নাম 'প্রণাম'। বর্তমানে কলকাতা পুলিশের প্রণাম প্রকল্পের আওতাধীন হাজার খানেক একাকী বৃদ্ধ-বৃদ্ধা রয়েছেন। তবে বছর খানেক আগে যখন কলকাতা পুলিশের নগর পালের দায়িত্বে এসেছিলেন বিনীত কুমার গোয়েল সেই সময় তিনি কলকাতা পুলিশের প্রণাম প্রকল্পকে আরও ঢেলে সাজানোর ভাবনা নিয়েছিলেন। এবার সেই ভাবনাই বাস্তবায়িত করলেন। প্রণাম প্রকল্পকে আরও উন্নত করার জন্য এবার বিশেষ হেল্প লাইন ব্যবস্থা চালু করল কলকাতা পুলিশ। এই হেল্পলাইন নম্বরটি হল 9877955555৷
লালবাজার সূত্রের খবর, এই নম্বরটি 24 ঘণ্টাই খোলা থাকবে। প্রণামের আওতাধীন যেকোনও সদস্য বা সদস্যা যদি কোনও অসুবিধা বা প্রয়োজনীয়তা অনুভব করেন সেক্ষেত্রে আর স্থানীয় থানায় ফোন করে অপেক্ষা করতে হবে না। সরাসরি কলকাতা পুলিশের এই হেল্পলাইন নম্বরে ফোন করলেই চটজলদি মিলবে সুরাহা। লালবাজার সূত্রের আরও খবর, এই নম্বরটি অপারেট করার জন্য 24 ঘণ্টাই থাকবেন পুলিশ কর্মীরা। কোনও সদস্য বা সদস্যা আচমকাই প্রয়োজনীয়তা অনুভব করলে তার নাম এবং ঠিকানা নিয়ে সরাসরি প্রণাম প্রকল্প থেকে ফোন করা হবে স্থানীয় থানার অফিসার ইনচার্জকে এবং দ্রুততাই সেই সদস্য বা সদস্যাকে সাহায্যের জন্য আশ্বস্ত করা হবে।