কলকাতা, 18 নভেম্বর:করোনা পর্বে দু'বছর স্কুল (KMC School) বন্ধ ছিল । তারপর ফের চালু হয়েছে স্কুল । কিন্তু বহু সংখ্যায় ছাত্রছাত্রী আর স্কুলমুখো হয়নি । ঠিক কত এই সংখ্যা ? সেটা জানতেই শুরু হয়েছে সমীক্ষা । কিন্তু সেই সমীক্ষা করতে গিয়ে কর্মীরা বাধা পাচ্ছেন বলে অভিযাগ । বড় বড় আবাসন, ফ্ল্যাট বাড়ির একটা বড় অংশ সাহায্য করতেই চাইছেন না । তাই সমীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কলকাতা পৌরনিগমের দ্বারস্থ হল রাজ্য সমগ্র শিক্ষা মিশন ।
কলকাতা পৌরনিগম সূত্রে খবর, 20 অক্টোবর থেকে আগামী 30 নভেম্বর পর্যন্ত এই সমীক্ষা চলবে । সেই সমীক্ষা যাতে শহরের সব অংশে সমানভাবে করা যায়, সেই বিষয়ে পৌরনিগমের দ্বারস্থ হয়েছিলেন রাজ্য সমগ্র শিক্ষা মিশনের কর্তারা । তাঁদের কাজ যাতে সুষ্ঠু ভাবে হয়, তাই মেয়র প্রতি কাউন্সিলারকে সাহায্য করার নির্দেশ দিয়ে চিঠি পাঠালেন ।
চিঠিতে বলা হয়েছে, কলকাতায় চাইল্ড রেজিস্টার তৈরি এবং পরিমার্জনের উদ্দেশ্যে সমীক্ষার কাজ শুরু হয়েছে । এই সমীক্ষায় সহশিক্ষক, পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু এবং স্পেশাল এডুকেটরদের নিযুক্ত করা হয়েছে । তাঁরা বাড়ি বাড়ি ঘুরে শূন্য থেকে আঠারো বছর বয়সি ছেলে মেয়েদের নথিভূক্ত ও শিশু, কিশোরদের সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন । স্কুলছুট ছাত্রছাত্রীদের (School Dropout in Kolkata) চিহ্নিত করে তাদের স্কুলে ফেরানোই এই সমীক্ষার লক্ষ্য । সেই সমীক্ষায় কলকাতা সমগ্র শিক্ষা মিশনকে সব রকমভাবে সহযোগিতা করতে হবে কাউন্সিলারদের ।
আরও পড়ুন:মেধাবী ছাত্রীদের স্কুলছুট আটকাতে মন্ত্রী জায়ার 'স্কলারশিপ'
এই বিষয়ে কলকাতা সমগ্র শিক্ষা মিশনের চেয়ারম্যান ও কলকাতা পৌরনিগমের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কার্তিক মান্না জানিয়েছেন, "করোনার ফলে বছর দুই সম্পূর্ণ বন্ধ ছিল স্কুল । পরবর্তী সময়ে উঁচু ক্লাস চালু হলেও একদম শিশুদের হয়নি । আর তারপর যখন চালু হয়, তখন বহু শিশু পড়া থেকে বিমুখ হয়েছে । এছাড়াও প্রতি বছর স্কুলছুটদের সংখ্যা তৈরি করা হয় । চিহ্নিত করে তাদেরকে স্কুলে নিয়ে আসার ব্যবস্থা করা হয় । সেই কাজ শুরু হয়ে গিয়েছে । তবে কলকাতার বহু অংশে বাসিন্দারাদের সাহায্য পাচ্ছেন না সমীক্ষকরা । তাই মেয়রকে আমি অনুরোধ জানিয়েছিলাম । কাউন্সিলাররা সহযোগিতা করলে এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে ।"