পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কালিম্পং , দার্জিলিঙে ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে । শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে ৷ দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে ।

Heavy rainfall in North Bengal
Heavy rainfall in North Bengal

By

Published : Sep 23, 2020, 11:42 AM IST

কলকাতা . 23 সেপ্টেম্বর : শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস ৷ আজ ও কাল অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ৷ 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷

মহারাষ্ট্র থেকে সিকিম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে । উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত এই অক্ষরেখার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে উত্তর-পূর্ব ভারতে । তার ফলে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে । ফলে পার্বত্য এলাকাগুলিতে ধস নামার আশঙ্কা রয়েছে । পাশাপাশি নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে ।

উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি , আলিপুরদুয়ার , কোচবিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কালিম্পং, দার্জিলিঙে ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে । শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে ৷ দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে । বর্তমানে বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ সরে গিয়ে ছত্তিশগড়ের উপর অবস্থান করছে । আগামী দু'দিনের মধ্যে তা ক্রমশ উত্তরপ্রদেশের দিকে সরে যাবে ।

সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা রয়েছে । শহর ও শহরতলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 দশমিক 5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 দশমিক 2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 99 শতাংশ ও সর্বনিম্ন 76 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

ABOUT THE AUTHOR

...view details