কলকাতা , 14 অগস্ট : আজও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উপরের পাঁচ জেলা দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় আজ কমলা সর্তকতা জারি করেছে । এই জেলাগুলিতে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
এছাড়াও মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ এই জেলাগুলিতে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে । আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । রবিবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গ জুড়ে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে । মাঝে মধ্যেই বজ্রবিদ্যতের সঙ্গে মাঝারি বৃষ্টিপাত হবে ।
আরও পড়ুন :River Embankment Damaged : বেড়েই চলেছে জলস্তর, আরও বিপন্ন গঙ্গার বাঁধ
এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা মুজফফরপুর, শ্রীনিকেতন, হলদিয়া হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । এর সঙ্গেই মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার ফলে উত্তরবঙ্গে আগামী 48 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।