পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঘণ্টায় 96 কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির দাপট কলকাতা সহ দক্ষিণবঙ্গে - ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির দাপট কলকাতা সহ দক্ষিণবঙ্গে

আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে কলকাতা, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায় আগামী দু-তিন ঘণ্টা ধরে ঝড় বৃষ্টির দাপট চলবে।

ছবি
ছবি

By

Published : May 27, 2020, 7:29 PM IST

Updated : May 27, 2020, 8:10 PM IST

কলকাতা, 27 মে : ঘূর্ণিঝড় আমফানের প্রভাব কাটতে না কাটতেই ফের বৃষ্টি শুরু হল কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় । এই মুহূর্তে উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় 96 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে । আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, কালবৈশাখীর দাপটে আগামী কয়েক ঘন্টা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে।

আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, হাওড়া,হুগলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। এছাড়াও কালবৈশাখীর দাপটে মুর্শিদাবাদ,নদিয়া, পূর্ব মেদিনীপুর,ঝাড়গ্রাম,বাঁকুড়া,পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট চলবে। সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘণ্টায়। কালবৈশাখীর দাপটে দক্ষিণবঙ্গে জুড়ে এই বৃষ্টিপাত বলে, জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

আগামী 24 ঘন্টা কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘন্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 82% । সর্বনিম্ন 70 শতাংশ। সর্বনিম্ন 70 শতাংশ।

Last Updated : May 27, 2020, 8:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details