কলকাতা, 25 সেপ্টেম্বর : টানা বৃষ্টিতে জেরবার কলকাতা । গত 24 ঘণ্টায় প্রবল বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে । শুধু রাস্তায় নয়, ফ্লাইওভারগুলিতেও জল জমে যানজট তৈরি হচ্ছে । লালবাজার ট্রাফিক কন্ট্রোল জানিয়েছে, মা ফ্লাইওভার ও AJC বোস রোড ফ্লাইওভারে জল জমার ফলে গাড়ি ধীর গতিতে চলাচল করছে ।
শহরের কিছু রাস্তায় বুধবারও জল জমে রয়েছে । সেই রাস্তাগুলি হল বর্ধমান রোড, বেলভেডিয়া রোড, এ জে সি বোস রোড, পোর্ট ট্রাস্টের সামনের রাস্তায, সায়েন্স সিটি, মিলন মেলা, পি সি চন্দ্র গার্ডেন সার্ভিস রোড, এম জি রোড, স্ট্যান্ড রোড, মুক্তারাম বাবু স্ট্রিট, রাম মন্দির , সেন্ট্রাল অ্যাভিনিউতে জল জমে রয়েছে।
গত 24 ঘণ্টায় কলকাতার বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপাত
মানিকতলা 83.00 mm
বীরপাড়া 45.20 mm
বেলগাছিয়া 70.00 mm
ধাপা 60.00 mm
তপশিয়া 71.00mm
উল্টোডাঙা 52.00mm
পালমার ব্রিজ 68.00mm
ঠনঠনিয়া 51.80mm
বালিগঞ্জ 51.00mm
মোমিনপুর 38.00mm
চেতলা 38.00mm
কালিঘাট 46.00mm
দত্ত বাগান 37.00mm
সিপিটি ক্যানেল 30.40mm
জিঞ্জিরা বাজার 43.00mm
বেহালা 42.60mm
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও 24 ঘণ্টা বৃষ্টি চলবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় । হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে 26 ও 27 সেপ্টেম্বর থেকে বৃষ্টির পরিমাণ কমবে ৷