কলকাতা, 19 অগাস্ট: সকাল থেকেই আকাশের মুখ ভার ৷ দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে শহর ও শহরতলিতে ৷ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আজ থেকে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর ৷ আগামীকাল, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কাল থেকে রাজ্যে বাড়বে বৃষ্টি - নিম্নচাপ
কলকাতায় আজ সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে । দফায় দফায় হালকা বৃষ্টি হচ্ছে ৷ আগামীকাল থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়বে ।
বঙ্গোপসাগরের উত্তরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বৃদ্ধি করছে । নিম্নচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে ৷ এর অভিমুখ রয়েছে পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের দিকে । নিম্নচাপের প্রভাবে আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে । পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলোতে ইতিমধ্যেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । উপকূলবর্তী জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে । দীঘা, তাজপুর, মন্দারমনি-সহ সমুদ্র সৈকতগুলিতে ইতিমধ্যেই সর্তকতা জারি করা হয়েছে । আজ আগামীকাল ও পরশু মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে ।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই নিম্নচাপের জেরে আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে । সকাল থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আকাশ মেঘলা রয়েছে । আজ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়ে যাবে । আগামীকাল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । আগামীকালের পর থেকে উপকূলের জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার দাপট আরও বৃদ্ধি পাবে ।
কলকাতায় আজ সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে । দফায় দফায় হালকা বৃষ্টি হচ্ছে ৷ আগামীকাল থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়বে । শুক্রবার কলকাতাতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর । গত 24 ঘন্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 97 শতাংশ ও সর্বনিম্ন 83 শতাংশ । গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 21.5 মিলিমিটার । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ও সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।