কলকাতা, 17 অগস্ট : একটার পর একটা নিম্নচাপ ৷ তার উপর মৌসুমি বায়ুর প্রভাব ৷ এর জেরে বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না রাজ্যবাসী ৷ জলমগ্ন এলাকাগুলিতে জল কিছুটা নামলেও ফের বৃষ্টিতে জল থইথই অবস্থা । কয়েকটি জেলায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তাও স্বাভাবিক হয়নি ৷ এই পরিস্থিতিতে ফের একটা নিম্নচাপের ভ্রুকুটি ৷ এর জেরে দুই বঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের তিন জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আর দক্ষিণবঙ্গের দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, হুগলি, দুই বর্ধমান ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
এই মুহূর্তে পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর অসংলগ্ন ওড়িশা উপকূলের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত । আগামী 24 ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে । সেই সঙ্গে মৌসুমী অক্ষরেখা বেনারস থেকে জামশেদপুর হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে । এই জলীয় বাষ্প থেকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করছে ৷ আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । অন্যদিকে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।