কলকাতা, 13 সেপ্টেম্বর : নিম্নচাপের কারণে সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস । যখন তখন আকাশ অন্ধকার করে নামতে পারে বৃষ্টি । এর সঙ্গে উপকূলবর্তী জেলায় থাকবে ঝোড়ো হাওয়ার দাপট । এমনকি, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া অফিস । হাওয়া অফিস জানিয়েছে, আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গ জুড়ে । তবে কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে । কলকাতাসহ উপকূলের জেলায় থাকবে ঝোড়ো হাওয়ার দাপট ।
উত্তর ও মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ ক্রমেই ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে । পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপের অভিমুখ রয়েছে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে । এই নিম্নচাপ ক্রমশ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাবে । এরপর তা উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে স্থলভাগে প্রবেশ করবে । তারপর এটি গভীর নিম্নচাপে পরিণত হবে । অভিমুখ হবে পশ্চিম ও উত্তর-পশ্চিম । এটি স্থলভাগে ওড়িশার উপর দিয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হবে আগামী দুই থেকে তিনদিনের মধ্যে ৷ নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে । 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ায় উত্তাল হবে সমুদ্রের উপকূল । রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস ।
রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা ছিল তিন জেলায় । দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় 200 মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল ।সোমবারেও অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা দুই জেলায় । দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর । ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া । 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর 24 পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পুরুলিয়ায় ৷