পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Weather Update : দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টির ভ্রুকুটি, মৎস্যজীবিদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা - দক্ষিণবঙ্গে আবহাওয়ার খবর

নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের দুই জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ বাকি জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ৷ সেইসঙ্গে উপকূলবর্তী এলাকায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে ৷

Weather Update
Weather Update

By

Published : Sep 13, 2021, 6:54 AM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর : নিম্নচাপের কারণে সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস । যখন তখন আকাশ অন্ধকার করে নামতে পারে বৃষ্টি । এর সঙ্গে উপকূলবর্তী জেলায় থাকবে ঝোড়ো হাওয়ার দাপট । এমনকি, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া অফিস । হাওয়া অফিস জানিয়েছে, আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গ জুড়ে । তবে কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে । কলকাতাসহ উপকূলের জেলায় থাকবে ঝোড়ো হাওয়ার দাপট ।

উত্তর ও মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ ক্রমেই ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে । পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপের অভিমুখ রয়েছে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে । এই নিম্নচাপ ক্রমশ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাবে । এরপর তা উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে স্থলভাগে প্রবেশ করবে । তারপর এটি গভীর নিম্নচাপে পরিণত হবে । অভিমুখ হবে পশ্চিম ও উত্তর-পশ্চিম । এটি স্থলভাগে ওড়িশার উপর দিয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হবে আগামী দুই থেকে তিনদিনের মধ্যে ৷ নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে । 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ায় উত্তাল হবে সমুদ্রের উপকূল । রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস ।

রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা ছিল তিন জেলায় । দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় 200 মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল ।সোমবারেও অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা দুই জেলায় । দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর । ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া । 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর 24 পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পুরুলিয়ায় ৷

আরও পড়ুন,উত্তরবঙ্গে ব্ল্যাক ফাংগাসের বাড়বাড়ন্তের কারণ স্যাঁতসেঁতে আবহাওয়া, মত বিশেষজ্ঞদের

কলকাতাতেও দু-এক পশলা মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা । 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে কলকাতা সহ পাঁচ জেলায় । দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে । দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । মঙ্গলবারেও বাঁকুড়া, পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস । উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । আগামী 48 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে ।

আরও পড়ুন,বর্ষা শুরু হতেই গঙ্গার চোখরাঙানি, ভাঙন মালদার দুই ব্লকে



আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2.5 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 98%। গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে 12.7 মিলিমিটার ।

ABOUT THE AUTHOR

...view details