কলকাতা, 16 জুলাই : রাজ্যে সক্রিয় মৌসুমী বায়ু ৷ তার উপর নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত ৷ এর জেরে আগামীকাল থেকে রাজ্যজুড়ে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ । উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস । দক্ষিণবঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা । হাওয়া অফিস সূত্রে খবর, আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বজায় থাকবে । তবে শনিবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে ।
ভারী বৃষ্টির সতর্কতা উত্তরে, কাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে - আবহাওয়া
উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী ও দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টির পূর্বাভাস । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম বজায় থাকবে ৷ তবে শনিবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে ।
গুজরাতের সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় অবস্থান করছে একটি নিম্নচাপ ও অসমে একটি ঘূর্ণাবর্ত রয়েছে । সেই সঙ্গে বিশাখাপটনম থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা । এর জেরেই রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।
আগামী 24 ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং উত্তরের এই পাঁচ জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস ৷ এছাড়াও মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে । উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে ধস নামার আশঙ্কা রয়েছে । বৃদ্ধি পেতে পারে নদীর জলস্তর ।
আরও পড়ুন :শনিবার জয়েন্ট, পরীক্ষার্থীদের স্টাফ স্পেশালে উঠতে দিতে রেলকে চিঠি রাজ্যের
আগামী 24 ঘণ্টায় কলকাতার আকাশ মেঘলা থাকবে । রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা । আগামী 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমের অনুভূতি বজায় থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 92 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে ।