কলকাতা, 24 জুলাই : নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার সাঁড়াশি আক্রমণের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে দফায় দফায় বৃষ্টিপাত চলছে । কলকাতার আকাশ মেঘলা রয়েছে । মাঝেমধ্যেই সকাল থেকে শহর জুড়ে বৃষ্টি হচ্ছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে । পাশাপাশি, পশ্চিমের জেলাগুলোতেও ভারী বৃষ্টি হবে । বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সর্তকতা দেওয়া হয়েছে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় সারাদিন ধরে দফায় দফায় বৃষ্টিপাত হবে ।
বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে । উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর লাগোয়া উত্তর ওড়িশা ও লাগোয়া পশ্চিমবঙ্গের উপকূলে নিম্নচাপ অবস্থান করছে ৷ সেইসঙ্গে ঝাড়খণ্ডের চাইবাসা থেকে সুস্পষ্ট নিম্নচাপের উপর দিয়ে মধ্য পূর্ব বঙ্গোপসাগরের উপর বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা । এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 27 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে । 28 ও 29 তারিখ তা আরও বৃদ্ধি পাবে ৷ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে ৷ লাগাতার বৃষ্টি চলার ফলে তাপমাত্রা কমবে । আর উত্তরবঙ্গের ক্ষেত্রে 26 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে । বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পঙে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
Weather Forecast : নিম্নচাপের জেরে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা - আজকের আবহাওয়া
নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 27 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে । 28 ও 29 তারিখ তা আরও বৃদ্ধি পাবে ৷ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে ৷ উত্তরবঙ্গের ক্ষেত্রে 26 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে ।
আরও পড়ুন,উত্তরবঙ্গে ব্ল্যাক ফাংগাসের বাড়বাড়ন্তের কারণ স্যাঁতসেঁতে আবহাওয়া, মত বিশেষজ্ঞদের
আজও কলকাতার আকাশ মেঘলা থাকবে ৷ দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস ৷ আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ও সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 99 শতাংশ ।