কলকাতা, 5 মে: বিক্ষিপ্ত বৃষ্টি গত কয়েকদিনের তুলনায় শুক্রবার অনেক কম হয়েছে । দুর্যোগের শঙ্কা যত ডালপালা ছড়াচ্ছে ততই সতর্কতা ও নজরদারি বাড়ছে । মোকা ঘূর্ণিঝড় নিয়ে ইতিমধ্যেই বৈঠক হয়ে গিয়েছে নবান্নে ৷ প্রতি মুহূর্তে সজাগ রয়েছে আবহাওয়া অফিস ৷ দু'বেলা পরিস্থিতির আপডেট দিচ্ছেন তাঁরা ৷ ঘূর্ণিঝড় মোকার গতিপথ কোনদিকে, কোথায় প্রভাব পড়তে পারে, বঙ্গে কতটা প্রভাব ফেলতে পারে মোকা, কোন জেলায় বৃষ্টিপাত কেমন হবে সবেরই আভাস দিচ্ছেন তাঁরা ৷
এই বিষয়ে শুক্রবার আলিপুর হাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 6 মে শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত । 7 মে রবিবার তা নিম্নচাপে পরিণত হবে । সোমবার 8 মে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর অভিমুখে মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে । মঙ্গলবার 9 মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে । তবে নিম্নচাপে পরিণত হলে এর গতিপথ সুস্পষ্ট হবে । এরপর ঘূর্ণিঝড় কোন অভিমুখে যাবে নিম্নচাপ ঘনীভূত হলেই তা জানিয়ে দেওয়া হবে ৷