পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা - Weather forecast

মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে । আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে । যে মৎস্যজীবীরা সমুদ্রে চলে গেছেন তাঁদের 20 তারিখের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে ।

Bristi
Bristi

By

Published : Sep 17, 2020, 1:42 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর : আগামী কুড়ি তারিখ বঙ্গোপসাগরের উপর তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ । নিম্নচাপটির গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । যার জেরে আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়বে ।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কুড়ি থেকে 22 তারিখ নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বেশ কিছু জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে । কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে । ইতিমধ্যে সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর । মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে । আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে । যে মৎস্যজীবীরা সমুদ্রে চলে গেছেন তাঁদের 20 তারিখের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে ।

আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "এই নিম্নচাপের জেরে মূলত পূর্বদিকের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে । কুড়ি তারিখ বাংলাদেশ সংলগ্ন জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা দেওয়া হয়েছে । বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমানের কিছু অংশে ও পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে । 21 তারিখে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । 22 তারিখ পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে । 22 তারিখ থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমান ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ।

আজ আকাশ মূলত মেঘলা থাকবে । সেইসঙ্গে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ 35 ও সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34.7 ডিগ্রি সেলসিয়াস ছিল । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 93 শতাংশ, সর্বনিম্ন 61 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details