কলকাতা, 11 জুলাই : আগামী তিনদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস । দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকলেও তুলনামূলক বৃষ্টিপাত কম হবে ।
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, পঞ্জাব থেকে উত্তরবঙ্গ হয়ে নাগাল্যান্ডের দিকে একটি নিম্নচাপ অক্ষরেখা গেছে । আর একটি বিহার থেকে উত্তর-পূর্ব ভারত, ঝাড়খণ্ড হয়ে রাজ্যে ঢুকছে। এর জেরে উত্তরবঙ্গে অতি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দার্জিলিং,আলিপুরদুয়ার ,কালিম্পং , জলপাইগুড়ি , কোচবিহারে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর । মালদা ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।