কলকাতা, 8 অগাস্ট : রাতভর একনাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা । ব্যাহত যান চলাচল । গতকাল রাত থেকেই নিম্নচাপের জেরে অঝোর বৃষ্টিতে ভিজছে শহর এবং শহরতলী ৷ শ্রাবণের নিয়মে কখনও ইলশেগুড়ি, কখনও ভারী আবার কখনও অতি ভারী বৃষ্টি হয়েছে আজ দুপুর পর্যন্ত । একনাগাড়ে বৃষ্টির জেরে কার্যত ভেস্তে গেছে 22 শ্রাবণের একাধিক ওপেন স্টেজ অনুষ্ঠান । কোথাও আবার বৃষ্টির মধ্যেই চলছে কবি প্রণামের মহড়া ।
গতরাত থেকে বৃষ্টির পর শহর কলকাতার ছবিটা প্রতিবছরের মতোই । জলের তলায় উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক রাস্তা । দক্ষিণের তুলনায় উত্তর বেশি জলমগ্ন । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 36 মিলিমিটার । এরমধ্যে গতকাল কলকাতায় বৃষ্টি হয়েছে 21 মিলিমিটার ।
জলমগ্ন দক্ষিণ কলকাতার একাধিক এলাকা জল জমেছে কলেজ স্ট্রিট, মহাত্মা গান্ধি রোড, আল মাসুদ আমির আলি অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া কালীবাড়ি, মুক্তারাম বাবু স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিটসহ উত্তরের বিভিন্ন এলাকায় । জল জমেছে পার্কসার্কাস , E M বাইপাস, সায়েন্সসিটি, ঢাকুরিয়া, খিদিরপুর, ভূকৈলাস রোড ও বেহালাসহ দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় ।
জল জমেছে কলেজ স্ট্রিট, মহাত্মা গান্ধি রোডে গত 24 ঘণ্টায় বেহালায় 85 মিলিমিটার, জোকায় 76 মিলিমিটার, দমদমে 53 মিলিমিটার, পাটুলিতে 51 মিলিমিটার, ধাপা 49 মিলিমিটার, নিউ মার্কেট এলাকায় 48 মিলিমিটার, সন্তোষপুরে 46 মিলিমিটার ও কাশীপুরে 45 মিলিমিটার বৃষ্টি হয়েছে । তবে, চলতি মরশুমে কলকাতায় এখনও পর্যন্ত বৃষ্টির ঘাটতি রয়েছে বলে জানা গেছে ।