পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: উত্তরে ভারী, দক্ষিণে হালকা বৃষ্টির পূর্বাভাস - ওয়েদার

দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে । আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত সামান্য বাড়বে (West Bengal Weather Update)।

West Bengal Weather Update
দক্ষিণে হালকা বৃষ্টির পূর্বাভাস

By

Published : Sep 3, 2022, 7:06 AM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর: চাদিফাটা রোদের উত্তাপে পচা ভাদ্রের গরম । দক্ষিণবঙ্গে পুরো দিনটাই যেন জ্বলছে । বৃষ্টি এই গরমের উপশম হতে পারে । কিন্তু হচ্ছে কোথায় । উত্তরবঙ্গে যখন বৃষ্টি নিয়ে সতর্কতা জারি তখন অল্প হলেও বৃষ্টি নিয়ে আশার কথা শোনাচ্ছে হাওয়া অফিস (West Bengal Weather Update) ।

আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত । অর্থাৎ শুক্রবার 2 সেপ্টেম্বর থেকে আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত । দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে । বেশি বৃষ্টি হবে 3 ও 4 তারিখ অর্থাৎ আজ এবং আগামিকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে । মালদা ও দিনাজপুরে ভারী বৃষ্টি হবে । বৃষ্টির জেরে পাহাড়ি এলকায় ধস নামতে পারে ।

দক্ষিণে হালকা বৃষ্টির পূর্বাভাস

আরও পড়ুন:পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন কারা জানতে চোখ রাখুন রাশিফলে

তিনি আরও জানান, উত্তরবঙ্গে বৃষ্টি সতর্কতা জারি হয়েছে আগেই । এবার ক্ষীণ হলেও আশার আলো দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আগামী 24 ঘণ্টায় । তুলনামূলক বেশি বৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলিতে । কলকাতায় হালকা বৃষ্টি হবে আজ । তাপমাত্রা আজ থেকে একটু কমবে । কারণ আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত সামান্য বাড়বে ।

শুক্রবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আদ্রতা 89 শতাংশ । শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা । হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রির আশেপাশে থাকবে ।

ABOUT THE AUTHOR

...view details