পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: উত্তরে ভারী বর্ষার সংকেত, সমতলে ভ্যাপসা গরমেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা - weather

ভরা বর্ষার মরশুমেও দক্ষিণবঙ্গে দেখা মিলবে না বৃষ্টির ৷ উত্তরে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ আগামী 4-5 দিন বিক্ষিপ্তভাবে কলকাতা-সহ বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷

Etv Bharat
বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর

By

Published : Jul 3, 2023, 7:00 AM IST

বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর

কলকাতা, 3 জুলাই: আষাঢ়েও আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমে প্রাণান্তকর অবস্থা। উত্তরে বর্ষার মরশুমের দেখা মিললেও দক্ষিণে তা অনেকটাই থাকছে অধরা ৷ জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় ৷

বেশ কিছুদিন ধরেই সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রির নিচে থাকলেও 40 ডিগ্রির অনুভূতি হচ্ছে । বিক্ষিপ্ত বৃষ্টিতে এই ভ্যাপসা গরম দূর হয়নি ৷ কিন্তু মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর অবস্থান করায় বৃষ্টিতে ভিজছে পাহাড়। সমতলে হাঁসফাঁস দশায় সান্ত্বনা শুধু কয়েক পশলা বৃষ্টি । আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 4-5 দিন প্রধানত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে । দুই-এক জায়গায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে ৷

বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়ায় । বীরভূম এবং মুর্শিদাবাদের দুই-এক জায়গাতে আগামী দু'দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া অন্যান্য জায়গায় আগামী 4-5 দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে । তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন নেই কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাতে ৷

আগামী 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানা গিয়েছে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটোই স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 86 শতাংশ । সোমবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: কলকাতায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, পরিস্থিতির দিকে নজর পৌরনিগমের

উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে আগামী পাঁচদিন। উত্তর বঙ্গের উপরের পাঁচটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের দু-এক জায়গাতে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গের নদীগুলো বিপদসীমার উপর দিয়ে বইছে। নিচু এলাকায় জল জমার সম্ভাবনা যেমন রয়েছে তেমনই পাহাড়ে ভূমিধ্বসের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।

ABOUT THE AUTHOR

...view details