কলকাতা, 3 জুলাই: আষাঢ়েও আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমে প্রাণান্তকর অবস্থা। উত্তরে বর্ষার মরশুমের দেখা মিললেও দক্ষিণে তা অনেকটাই থাকছে অধরা ৷ জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় ৷
বেশ কিছুদিন ধরেই সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রির নিচে থাকলেও 40 ডিগ্রির অনুভূতি হচ্ছে । বিক্ষিপ্ত বৃষ্টিতে এই ভ্যাপসা গরম দূর হয়নি ৷ কিন্তু মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর অবস্থান করায় বৃষ্টিতে ভিজছে পাহাড়। সমতলে হাঁসফাঁস দশায় সান্ত্বনা শুধু কয়েক পশলা বৃষ্টি । আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 4-5 দিন প্রধানত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে । দুই-এক জায়গায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে ৷
বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়ায় । বীরভূম এবং মুর্শিদাবাদের দুই-এক জায়গাতে আগামী দু'দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া অন্যান্য জায়গায় আগামী 4-5 দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে । তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন নেই কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাতে ৷