পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: বর্ষার আগমন বিলম্বিত, আপাতত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহই সঙ্গী - Weather Update of West Bengal

এখনই বঙ্গে বর্ষার আগমনের কথা শোনাতে পারল না হাওয়া অফিস ৷ এখনও বঙ্গে তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By

Published : Jun 7, 2023, 7:22 AM IST

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তার বক্তব্য

কলকাতা, 7 জুন: বর্ষাকালের প্রত্যাশায় থাকা বাংলা কি দ্রুত বৃষ্টির দেখা পাচ্ছে ? দহনজ্বালায় অতিষ্ঠ হতে থাকা জনজীবনের জন্য হাওয়া অফিস ঠিক এখনই কোনও সুখবর দিতে পারছে না । বরং সামনের কয়েকটি দিন চড়া গরম সহ্য করতে হওয়ার মত খারাপ খবরই শোনাচ্ছে ।

এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণবঙ্গে 10 জুন পর্যন্ত দুই মেদিনীপুর ও দুই 24 পরগনা ছাড়া বাকি জেলায় তাপপ্রবাহ থাকবে । তবে তাপপ্রবাহ না হলেও এই 4 জেলাতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি থাকবে । তার জেরে শুষ্ক এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে ৷ সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত সমস্যা । উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে তাপপ্রবাহের শঙ্কা রয়েছে । উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ 9 জুন থেকে এই জেলাগুলোতে বৃষ্টি বাড়বে ।

জুন মাস মানেই বর্ষার আগমনী । কিন্তু হাওয়া অফিস জানিয়েছে বর্ষা আসতে এখনও দেরি আছে । গত বছর 18 জুন এ রাজ্যে বর্ষা প্রবেশ করেছিল । এবার তার আসার আগে গরম সহ্য করতেই হবে । মঙ্গলবার রাজ্যের উষ্ণতম জেলা ছিল বাঁকুড়া । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 5.2 ডিগ্রি বেশি । এছাড়া কলাইকুণ্ডা, মেদিনীপুর, সিউড়ি, শ্রীনিকেতন, মগরা, বর্ধমান, আসানসোল, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাগডোগরা, বালুরঘাট ও মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা 40 থেকে 41 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করেছে ।

কলকাতায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.6 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে 2.7 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 88 শতাংশ । কলকাতার তৎপার্শ্ববর্তী সল্টলেক, দমদম, ব্যারাকপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.2 ডিগ্রি, 39.2 এবং 39.8 ডিগ্রি সেলসিয়াস ।

আরও পড়ুন : গরমে সুস্থ থাকতে বেছে নিন এই পথ গুলি, পরামর্শ চিকিৎসকের

আজ বুধবার অস্বস্তিকর ঘর্মাক্ত গরম অব্যাহত থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 38 এবং 30 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে । তবে এরই মধ্যে ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর । বঙ্গোপসাগর ও আরব সাগরে একই সময়ে তিনটি ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হওয়ার ইঙ্গিত মিলেছে । বঙ্গোপসাগর ও আরব সাগরে ঘূর্ণিঝড় নিয়ে পূর্বাভাস এখনই দিতে নারাজ আবহবিদরা ।

চলতি মাসেই বঙ্গোপসাগর ও আরবসাগরে খুব অল্প সময়ের ব্যবধানে তৈরি হতে পারে তিনটি ঘূর্ণিঝড় । মৌসম ভবন জানাচ্ছে, আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হবার পরিবেশ সৃষ্টি হয়েছে । এই নিম্নচাপ থেকে দক্ষিণ-পূর্ব আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে । তা থেকে তৈরি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর 48 ঘণ্টা একইস্থানে থাকবে ।

ABOUT THE AUTHOR

...view details