পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত স্বাস্থ্য অধিকর্তার স্ত্রী - covid positive cases in west bengal

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার স্ত্রীর শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলল ৷ চিকিৎসার জন্য তাঁকে এম আর বাঙুর হাসপাতালে পাঠানো হয়েছে ৷

heath-department-officer-wife-is-infected-with-corona
কোরোনায় আক্রান্ত স্বাস্থ্য অধিকর্তার স্ত্রী

By

Published : Oct 7, 2020, 12:50 PM IST

কলকাতা, 7 অক্টোবর : এবার কোরোনায় আক্রান্ত হলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার স্ত্রী । তাঁর চিকিৎসা চলছে এম আর বাঙুর হাসপাতালে । শেষ পর্যন্ত পাওয়া খবর থেকে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে । বয়স 52 ৷

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার স্ত্রীর শরীরে কোরোনা ভাইরাস মেলার পর সোমবার এম আর বাঙুর হাসপাতালে ভরতি করা হয় । চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে । এবিষয়ে স্বাস্থ্য অধিকর্তার বক্তব্য জানতে চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় । তবে তাঁর বক্তব্য পাওয়া যায়নি ।

রাজ্যে কোরোনা সংক্রমণ বৃদ্ধির হার কয়েক দিন সামান্য কম থাকলেও, ফের সংক্রমণের হার আবার বেড়ে চলেছে । মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে 3 হাজার 370 জন আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে 63 জনের । এখনও পর্যন্ত রাজ্যে দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে এটাই সর্বাধিক ।

রাজ্যে এপর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2 লাখ 77 হাজার 49 জন । মোট মৃতের সংখ্যা 5 হাজার 318 জন । চিকিৎসকদের সংগঠন WBDF-এর তরফে জানানো হয়েছে, মহালয়া এবং বিশ্বকর্মা পুজোর পর থেকে এ রাজ্যে কোরোনা সংক্রমণ আরও বেড়ে চলেছে ।

WBDF-র চিকিৎসকদের আশঙ্কা, আসন্ন শারদ উৎসবে যদি জনস্রোত আটকানো সম্ভব না হয়, তা হলে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব নাও হতে পারে । এ পরিস্থিতিতে সকলকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য চিকিৎসকদের এই সংগঠনের তরফে অনুরোধ জানানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details