কলকাতা পৌরনিগমে মীনাদেবী পুরোহিতের আসন জবরদখলের অভিযোগ কলকাতা, 16 ডিসেম্বর: কলকাতা পৌরনিগমে দখল হয়ে গেল বরিষ্ঠ বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিতের বসার আসন ৷ আর সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হল পৌরনিগমের মাসিক অধিবেশন ৷ ঘটনার সূত্রপাত শনিবার অধিবেশন শুরুর বেশ কিছুক্ষণ পরে ৷ 136 নম্বর ওয়ার্ডের প্রবীণ কাউন্সিলর শামসুজ্জামান আনসারি অধিবেশন কক্ষে মীনা দেবী যে চেয়ারে বসেন, সেখানে গিয়ে বসে পড়েন ৷ যে ঘটনার পরে হইচই শুরু করে দেন বাকি দুই বিজেপি কাউন্সিলর ৷ যদিও, চেয়ারপার্সন মালা রায়ের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷ তিনি মীনাদেবীর চেয়ার খালি করিয়ে দেন ৷
এদিন অধিবেশন চলাকালীন প্রাক্তন ডেপুটি মেয়র তথা বর্তমান বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত ব্যক্তিগত কাজে কিছুক্ষণের জন্য অধিবেশন কক্ষের বাইরে যান ৷ অভিযোগ সেই সময় তৃণমূল কাউন্সিলর শামসুজ্জামান আনসারি তাঁর টেবিলে রাখা সমস্ত কাগজপত্র পাশের টেবিলে ছুঁড়ে দিয়ে সেখানে বসতে যান ৷ এই নিয়ে বিজেপি ও সিপিআইএমের বাকি কাউন্সিলররা তাঁকে বারণ করলেও শোনেননি বলে অভিযোগ ৷ সেই নিয়ে তুমুল গণ্ডগোল বাঁধে বিজেপি-তৃণমূল দুই পক্ষে ৷ শেষে চেয়ারপার্সন মালা রায় শামসুজ্জামান আনসারিকে নির্দেশ দেন ওই চেয়ার ছেড়ে দিতে ৷ তাঁকে তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী নিজের আসনে বসতে দেন ৷
এই ঘটনায় বিজেপি কাউন্সিলররা ক্ষোভ প্রকাশ করেছেন ৷ তাঁরা কটাক্ষ করে বলেন, ‘‘ইডি বা সিবিআইয়ের তালিকায় তো ওনার নাম নেই, তাহলে কীসের চাপ ! উনি অসুস্থ হলে চিকিৎসার প্রয়োজন আছে ৷’’ এই ঘটনায় চেয়ারপার্সন মালা রায় পক্ষপাতমূলক আচরণ করেছেন বলে অভিযোগ তোলেন বিজেপি কাউন্সিলররা ৷ যদিও, এই বিষয়ে শামসুজ্জামান আনসারি বলেন, ‘‘ওই আসন আমার জন্য সংরক্ষিত ৷ সেটা লেখা আছে ৷ প্রতিবার এসে আমি ওখানে বসতাম ৷ আমি এসে ওখানে কাউকে বসেতে দেখিনি ৷ কিন্তু, টেবিলে রাখা কাগজপত্র পাশের টেবিলে সরিয়েছি ৷ সেটা কি আমার অপরাধ ?
চেয়ারপার্সন মালা রায় বলেন, ‘‘পক্ষপাতিত্বের অভিযোগ ঠিক নয় ৷ কে কোথায় বসবে, সেই চেয়ার নির্দিষ্ট করা থাকে ৷ কোথায় কী বলতে হয়, সেটা উনি জানেন না ৷ চেয়ারপার্সনকে যা খুশি বলে দিচ্ছেন ৷ শামসুজ্জামান আনসারি অসুস্থ থাকায় দীর্ঘদিন আসেন না ৷ ভুলবশত উনি বসে পড়েছেন ৷ তাঁকে বলা হতেই উঠে গেছেন ৷ এটা বড় কিছু নয় ৷’’ মেয়র ফিরহাদ হাকিমও দাবি করেন, বিষয়টি ভুলবশত হয়েছে ৷
আরও পড়ুন:
- সকালে বিজেপির স্মারকলিপি জমা, বিকেলে ট্রেড লাইসেন্স ফি কমানোর সিদ্ধান্ত কেএমসি-র
- কলকাতার পরিবেশ বাঁচাতে নামবে 'কমব্যাট ফোর্স', পরিকল্পনা কেএমসি’র
- কেএমসি'র বাজেট অধিবেশনে মোবাইলে ব্যস্ত কাউন্সিলর, কড়া নিদান চেয়ারপার্সনের