পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: তাপপ্রবাহের জ্বালা জুড়োতে মোকা'র সঙ্গ চাইছে রাজ্য ! - কেমন থাকবে বঙ্গের আবহাওয়া

মোকার একটু হাওয়াও যদি এদিকে আসত তবে এই তাপপ্রবাহের জ্বালা থেকে বোধহয় স্বস্তি মিলত ৷ দক্ষিণবঙ্গবাসী এখন এমনটাই ভাবছে ৷ মোকা'র প্রভাব এ রাজ্যে পড়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে ৷ গরমই এখন সঙ্গী দক্ষিণবঙ্গের ৷ এমনটাই জানিয়েছে হাওয়া অফিস ৷

Etv Bharat
বঙ্গে তাপপ্রবাহের সতর্কতা

By

Published : May 10, 2023, 7:17 AM IST

Updated : May 10, 2023, 7:26 AM IST

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

কলকাতা, 10 মে: ঘূর্ণিঝড় মোকার প্রভাব তো দূর অস্ত, ইতিমধ্যে তাপমাত্রা এতটাই চড়েছে যে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে রাজ্যে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ এবং মায়ানমারে ঘূর্ণিঝড় মোকা আছড়ে পড়বে । যেহেতু পাশেই বাংলাদেশ, তাই ঘূর্ণিঝড় কতটা কাছ দিয়ে যাবে তার উপর প্রতিবেশী দেশে প্রভাব পড়ার বিষয়টি নির্ভর করবে । বঙ্গ থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে অবস্থান করা মোকা মূলত সমুদ্রের ওপরই অনেকটা জায়গা জুড়ে রয়েছে । এরপর ধীরে ধীরে অগ্রসর হবে । ফলে হালকা হলেও এ রাজ্যের উপকূলবর্তী জেলায় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা আশা করছেন ।

এই বিষয়ে আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় জানান, সোমবার থেকে নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে । মঙ্গলবার সন্ধ্যার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং আজ বুধবার তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে । এর গতিপথ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে রয়েছে । 12 মে শুক্রবার এটি বাঁক নিয়ে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশ এবং মায়ানমার উপকূলের দিকে এগোবে । এর ফলে দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে । মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও হুগলি জেলায় তাপপ্রবাহের সতর্ক বার্তা ছিল । আজ বুধবার এই জেলাগুলোতে তাপমাত্রা আর একটু বাড়বে । কলকাতা এবং পূর্ব মেদিনীপুর বাদ দিয়ে সব জেলাতেই আজ তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে । আগামিকাল তাপমাত্রা সামান্য কমবে । কিন্তু পশ্চিমের জেলাগুলোতে আগামিকালও তাপপ্রবাহের সতর্কবার্তা জারি থাকবে । শুক্র ও শনিবার দুই 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

বদলে যাওয়া আবহাওয়া এবং বাড়তে থাকা গরমে উত্তরবঙ্গে কী প্রভাব রয়েছে ?

এই বিষয়ে হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের নিচের দিকের দুই জেলা মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি থাকছে বৃহস্পতিবার পর্যন্ত । দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে আগামী 24 ঘণ্টায় হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের বাদবাকি জেলাতে হালকা বৃষ্টি হতে পারে ৷
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে আবহাওয়া কেমন থাকবে এবং সতর্কতা কি রয়েছে ?

আগামী দু'দিন অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে । মঙ্গলবার 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়েছে নিকোবর আইল্যান্ড ও আন্দামানে । আজ ও আগামিকাল সেই ঝোড়ো হাওয়ার গতি বেড়ে ঘণ্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে হবে । শুক্রবার হাওয়ার গতি সামান্য কমবে । শনিবার তা কমে 50 থেকে 60 কিলোমিটার বেগে হবে । আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে । পর্যটনেরক্ষেত্রেও বিধি নিষেধ জারি করা হয়েছে ।

মঙ্গলবার রাজ্যের উষ্ণতম জেলা ছিল বাঁকুড়া । এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 5.2 ডিগ্রি সেলসিয়াস বেশি । তাপমাত্রা চড়ার মাপকাঠিতে যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিল পানাগড় এবং শ্রীনিকেতন । দুই জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা 41.9 ডিগ্রি সেলসিয়াস ছিল । তৃতীয় পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.7 ডিগ্রি সেলসিয়াস ।

কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.9 ডিগ্রি সেলসিয়াস । তার পার্শ্ববর্তী অঞ্চল সল্টলেকে ছিল 39.5 ডিগ্রি, ব্যারাকপুরে 39 ও দমদমে ছিল 38.9 ডিগ্রি সেলসিয়াস । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 83 শতাংশ । আজ বুধবার দিনের আবহাওয়ায় অস্বস্তিকর গরম থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 38 ও 29 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন :বিলাসবহুল জিনিস কেনার আগে জেনে নিন আপনার রাশিতে গ্রহের অবস্থান

Last Updated : May 10, 2023, 7:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details