পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Heat Wave in WB: তাপপ্রবাহের পরিস্থিতি রাজ্যজুড়ে, হিট স্ট্রোকের আশঙ্কা ! সতর্ক করল আবহাওয়া অফিস - হিটস্ট্রোকের আশঙ্কা

চৈত্র শেষে ও নববর্ষের শুরুতে রাজ্য বইবে তাপপ্রবাহ, সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের । গরম ও শুকনো আবহাওয়ার পাশাপাশি থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। বইবে শুকনো গরম হাওয়া । জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

Etv Bharat
রাজ্যজুড়ে তাপপ্রবাহের আশঙ্কা

By

Published : Apr 6, 2023, 6:26 PM IST

Updated : Apr 6, 2023, 6:36 PM IST

কলকাতা, 6 এপ্রিল: একদিকে চৈত্র সংক্রান্তি অন্যদিকে বাংলার বর্ষবরণ, উৎসবের মেজাজের মধ্যেই আশঙ্কার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । আগামী 10 তারিখ থেকে 14 তারিখ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা এবং উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস । গরম ও শুকনো আবহাওয়ার পাশাপাশি থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও । বইবে শুকনো গরম হাওয়া । জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রেকর্ড গরমের সাক্ষী হয়েছিল রাজ্যবাসী । 1901 সালের পর এত গরম ফেব্রুয়ারিতে দেখা যায়নি । 122 বছরের ইতিহাসে 2023 সালের ফেব্রুয়ারি মাস ছিল সবচেয়ে উষ্ণতম । আবহাওয়া সংক্রান্ত রেকর্ড সম্পর্কে এমনটাই জানিয়েছিল আইএমডি । এবার চৈত্র শেষ ও বৈশাখের শুরুতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর । পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই । বরং ধীরে ধীরে গরম আরও বাড়বে বলে জানানো হয়েছে ।

দীর্ঘ সময়ের জন্য তাপমাত্রার এই পরিস্থিতি বাংলায় বিরল । হাওয়া অফিস এই শুষ্ক গরমের সঙ্গে দেশের উষ্ণ অঞ্চলের গরমের মিল পাচ্ছেন । আবহাওয়াবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই তাপপ্রবাহ চললেও তা অসহ্য নয় । তবে যারা শিশু কিংবা বয়স্ক তাদের জন্য এই তাপপ্রবাহ ক্ষতিকর । আবহাওয়াবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, বৃহস্পতিবারই দুপুর আড়াইটে পর্যন্ত আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি, সল্টলেক 37.3 ডিগ্রি, বাঁকুড়ায় 38.2 ডিগ্রি, মালদায় 37.2 ডিগ্রি, আসানসোলে 36.5 ডিগ্রি, শ্রীনিকেতন 36.8 ডিগ্রি । ফলে এর থেকেই বোঝা যাচ্ছে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই ছুঁই।

সব জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি । তা ধীরে ধীরে আরও বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস । রাজ্যে 10 থেকে 14 ও 15 এপ্রিল তাপমাত্রা সব থেকে বেশি থাকবে বলে জানা গিয়েছে । মানতে হবে সতর্কবার্তা । আবহাওযা দফতর থেকে জানানো হয়েছে, তাপপ্রবাহ চলাকালীন বাচ্চা এবং বয়স্কদের সাবধানে থাকতে হবে । পাশাপাশি হিট স্ট্রোকেরও আশঙ্কা রয়েছে । আবহবিদদের মতে, এই শুষ্ক গরমে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে । তাই আগামী সপ্তাহে 10 থেকে 15 এপ্রিল রাজ্যবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস । রাস্তায় বেরোলে মানতে হবে সতর্কবিধি । অর্থাৎ, এপ্রিলের শুরু থেকেই গরমে আরও বেশি কাহিল হতে হবে রাজ্যবাসীকে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

আরও পড়ুন:প্রবল তাপপ্রবাহ ও ভাঙা চেক ড্যামের ফলে দুর্দশায় কাঁকসার সবজি চাষিরা

Last Updated : Apr 6, 2023, 6:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details