কলকাতা, 2 এপ্রিল :আংশিক মেঘলা আকাশে রোদের তাপ সেভাবে অনুভূত না হলেও গরম রয়েছে তার চেনা ছন্দে। দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই তা আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে । বঙ্গে এখনও নেই কালবৈশাখীর দেখা ৷ তীব্র গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ ৷ শুষ্ক গরম বাতাসে গা পুড়িয়ে দেওয়ার আবহাওয়া (West Bengal Weather Update) । যেটুকু বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ ঝড় সবটাই উত্তরবঙ্গে ।
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে আগামী চার থেকে পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে । চৈত্রের গরমে বৃষ্টির কথা সব অর্থেই স্বস্তির । চৈত্র মাসে গরমের এই মারকুটে ব্যাটিং যে বৈশাখে কী ভয়ঙ্কর আকার ধারণ করতে চলেছে তা এখন থেকেই বোঝা যাচ্ছে ৷ অন্যদিকে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা নয় বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা এখনই নেই । স্বস্তির খবর যে গরম সেভাবে মাত্রা ছাড়াবে না । অন্তত আলিপুর আবহাওয়া অফিস থেকে এমনটাই জানা গিয়েছে ।