কলকাতা, 20 জুলাই:মণিপুরের লজ্জাজনক ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একইসঙ্গে তীব্র রাগও ধরা পড়েছে তাঁর মন্তব্যে ৷ এই ঘটনার সুবিচারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
বৃহস্পতিবার টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "মণিপুরের ভয়ংকর ভিডিয়োতে দুই মহিলার সঙ্গে উন্মত্ত জনতার নির্মম আচরণ দেখে মনটা ভেঙে যায় এবং রাগ হয় ৷" মেয়েদের উপর এই হিংসার ঘটনায় ব্যথিত মুখ্যমন্ত্রী লিখেছেন, "প্রান্তিক নারীদের উপর যে হিংসা চালানো হয়েছে, তা প্রত্যক্ষ করার বেদনা ও যন্ত্রণা কোনও শব্দে প্রকাশ করা যায় না । বর্বরতার এই কাজ বোধ ও মানবতার বাইরে ।"
ঐক্যবদ্ধ হওয়ার ডাক মমতার: সবশেষে মণিপুরের এই ঘটনা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লিখেছেন, "দুর্বৃত্তদের এ ধরনের অমানবিক কর্মকাণ্ডের নিন্দায় ও ভুক্তভোগীদের বিচারের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে ।"
দেশজুড়ে নিন্দার ঝড়: উল্লেখ্য, 3 মে থেকে হিংসার আগুনে জ্বলছে মণিপুর ৷ 4 মে সেখানে দু'জন মহিলাকে গণধর্ষণ করে তাঁদের নগ্ন অবস্থায় প্রকাশ্যে রাস্তায় হাঁটানো হয় বলে অভিযোগ ৷ যদিও এই ঘটনা এতদিন সামনে আসেনি ৷ বুধবার এই ঘটনার একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ৷ সেই ভিডিয়ো দেখে দেশজুড়ে উঠেছে নিন্দার ঝড় ৷ এই বর্বরোচিত ঘটনাকে ধীক্কার জানিয়েছেন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতৃত্ব ও সেলিব্রিটিরা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মণিপুরের এই ঘটনায় মুখ খুলে বলেছেন, যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা ক্ষমার অযোগ্য ৷
আরও পড়ুন:'সরকার কিছু না করলে আমরাই পদক্ষেপ করব', মণিপুর নিয়ে কড়া অবস্থান দেশের প্রধান বিচারপতির
মোদির বিবৃতি দাবি: যদিও এই ঘটনা নিয়েও ফের কেন্দ্রের বিরুদ্ধে খড়্গহস্ত হয়েছে বিরোধী দলগুলি ৷ এই নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র-সহ অন্যান্য নেতা-নেত্রীরা ৷ এই ঘটনা নিয়ে কংগ্রেস সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দাবি করেছে ৷