কলকাতা, 4 মে:স্বাস্থ্যসাথী কার্ডে নতুন দিশা। এবার বেসরকারি হাসপাতালে রাজ্য সরকারে দেওয়া এই কার্ড ব্যবহার করে হৃদযন্ত্র প্রতিস্থাপনের সুযোগ পাবেন রাজ্যবাসী । এর জন্য প্রয়োজন স্বাস্থ্য দফতরের অনুমতি ৷ বিশেষ অনুমতি নিয়ে প্রথমসারির বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্র প্রতিস্থাপনের অস্ত্রোপচার করাতে পারবেন রাজ্যবাসী । এমনটাই জানানো হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ।
প্রথমত হার্ট প্রতিস্থাপন খরচ সাপেক্ষ অস্ত্রোপচার । যা সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও হয় । কিন্তু বেসরকারি হাসপাতালে এই অস্ত্রোপচার স্বাস্থ্যসাথী কার্ডের আওতাভুক্ত নয় । ফলে খরচার কথা চিন্তা করে অধিকাংশ পরিবারই অস্ত্রোপচার থেকে পিছিয়ে আসে । সাধারণ মানুষের কথা চিন্তা করে এবার কিন্তু এবার এগিয়ে এল স্বাস্থ্য দফতর ।
দীর্ঘদিন ধরে হার্টের সমস্যাতে ভুগছিলেন 28 বছরের তৃষা দাস । বহু হাসপাতাল ঘুরে একাধিক চিকিৎসকের পরামর্শ নিয়ে তাঁর পেসমেকারও বসানো হয় । তবে তাতেও স্বস্তি মিলছে না তাঁর । অগত্যা হার্ট প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় । স্বাস্থ্যসাথী কার্ডের সাহায্য যাতে তৃষার হার্টের অস্ত্রোপচার হয় তাই স্বাস্থ্য দফতরে আবেদন জানিয়েছিলেন রোগীর পরিবার ও ওই বেসরকারি হাসপাতাল । তাতে সম্মতি মিলেছে রাজ্যের স্বাস্থ্য ভবনের । স্বাস্থ্যভবন থেকে জানানো হয়েছে, তৃষার জন্য ইতিমধ্যেই 5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে । এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী বলেন, "রাজ্য সরকারের থেকে বিশেষভাবে অনুমতি নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আগামিদিনে যদি কেউ এই রকমই আবেদন করে তবে তাঁর ক্ষেত্রেও বিষয়টি খতিয়ে পর্যালোচনা করে দেখা হবে ।"