কলকাতা , 4 সেপ্টেম্বর : প্রাণ না থাকলেও তাঁর হৃৎপিণ্ড নতুন জীবন দিল অন্য একটি মানুষকে ৷ তাঁর চোখ দিয়ে পৃথিবী দেখবেন আরও দু'জন মানুষ ৷ তাঁর দুটি কিডনি প্রতিস্থাপন হচ্ছে অন্য একজনের শরীরে ৷
হৃৎপিণ্ড প্রতিস্থাপন হচ্ছে কলকাতায় - হৃৎপিণ্ড প্রতিস্থাপন
গত 1 সেপ্টেম্বর মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কৃষ্ণা মিস্ত্রিকে (52) ৷ হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার আগেই কোমায় চলে গিয়েছিলেন তিনি ৷ শেষ পর্যন্ত চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ হয় ৷ বাঁচানো যায়নি কৃষ্ণা দেবীকে ৷ গতকাল মঙ্গলবার (3 সেপ্টেম্বর) তাঁর ব্রেন ডেথ ঘোষণা করেন চিকিৎসকরা ৷ কৃষ্ণা দেবীর পরিবারের সদস্যরা তাঁর অঙ্গ দানের সম্মতি জানান ৷ কলকাতা , 4 সেপ্টেম্বর : প্রাণ না থাকলেও তাঁর হৃৎপিণ্ড নতুন জীবন দিল অন্য একটি মানুষকে ৷ তাঁর চোখ দিয়ে পৃথিবী দেখবেন আরও দু'জন মানুষ ৷ তাঁর দুটি কিডনি প্রতিস্থাপন হচ্ছে অন্য একজনের শরীরে ৷
গত 1 সেপ্টেম্বর মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কৃষ্ণা মিস্ত্রিকে (52) ৷ হাসপাতালের জরুরিবিভাগে নিয়ে যাওয়ার আগেই কোমায় চলে গিয়েছিলেন তিনি ৷ চিকিৎসকরা জানিয়েছিলেন স্ট্রোক হয়েছিল কৃষ্ণা দেবীর৷ সিটি স্ক্যানের রিপোর্টে দেখা যায় তাঁর মস্তিষ্কের বাঁ দিকে রক্তক্ষরণ হয়েছে । শেষ পর্যন্ত চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ হয় ৷ বাঁচানো যায়নি কৃষ্ণা দেবীকে ৷ গতকাল মঙ্গলবার (3 সেপ্টেম্বর) তাঁর ব্রেন ডেথ ঘোষণা করেন চিকিৎসকরা ৷ কৃষ্ণা দেবীর পরিবারের সদস্যরা তাঁর অঙ্গ দানের সম্মতি জানান ৷
পরিবার সূত্রে খবর, অবশেষে তাঁর হৃদযন্ত্র প্রতিস্থাপন হচ্ছে আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে 41 বছর বয়সি এক পুরুষ রোগীর শরীরে । কৃষ্ণা মিস্ত্রির একটি কিডনি প্রতিস্থাপন হছে মুকুন্দপুরের বেসরকারি একটি হাসপাতালে 49 বছর বয়সি এক পুরুষ রোগীর শরীরে ।