পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজীব কুমারের আগাম জামিন সংক্রান্ত মামলার শুনানি কাল - বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাশগুপ্ত

রাজীব কুমারের আগাম জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানি হবে আগামীকাল ৷ জানিয়ে দিল আদালত ৷

ছবি

By

Published : Sep 25, 2019, 4:22 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর : শেষ হল না কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমারের আগাম জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানি । আগামীকাল সকাল সাড়ে দশটায় ফের পরবর্তী শুনানি । এই সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সুরক্ষা কবচ দেয়নি আদালত । ফলে অস্বস্তি থেকেই গেল রাজীবের ৷

বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাশগুপ্ত মামলার শুনানি শুরুর আগে জানান, রাজীব কুমার মামলার শুনানি হবে ক্যামেরা বন্দি করা হবে ৷ শুধুমাত্র এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা ছাড়া আর কেউ উপস্থিত থাকতে পারবেন না ।

গত পরশুদিন আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন রাজীব কুমার ।এরপর গতকাল রাজীবের পক্ষে আইনজীবী দেবাশিস রায়ের জরুরি শুনানির আবেদনের ভিত্তিতে হাইকোর্ট আজ শুনানির দিন ঠিক করেছিল ৷

ABOUT THE AUTHOR

...view details