পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Justice Raja Shekhar Mantha: বিচারপতি মান্থার এজলাস থেকে সরছে পুলিশ সংক্রান্ত সমস্ত মামলার শুনানি - বিচারপতি মান্থা

বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চ থেকে সরলো পুলিশ সংক্রান্ত মামলার শুনানি ৷ কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের তরফে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

Etv Bharat
বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ থেকে সরলো পুলিশ সংক্রান্ত মামলা

By

Published : Jun 29, 2023, 3:39 PM IST

কলকাতা, 29 জুন: বদল করা হল বিচারপতি রাজাশেখর মান্থার বিচার্য বিষয়। পুলিশের অতিসক্রিয়তা বা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগের সমস্ত মামলাই এতদিন শুনতেন বিচারপতি মান্থা। এবার সেই মামলা সরল বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে।

আগামী 4 জুলাই থেকে পুলিশের সমস্ত মামলার শুনানি হবে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের তরফে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। একক বেঞ্চের পরিবর্তে এখন থেকে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের দায়িত্ব পেলেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ রস্টারে বদল এনে জানাল কলকাতা হাইকোর্ট।

সাম্প্রতিক সময়ে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে মামলার শুনানি নিয়ে কম বিতর্ক হয়নি। বিচারপতি রাজাশেখর মান্থা একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে মামলার রায় দেন অভিযোগ তুলে বিচারপতির বেঞ্চ বয়কট করেছিলেন তৃণমূল পক্ষের আইনজীবীরা। বিচারপতি মান্থার বেঞ্চে দীর্ঘদিন সরকারি পক্ষের কোনও আইনজীবী মামলার শুনানিতে হাজির থাকতেন না। পাশাপাশি কলকাতা হাইকোর্ট ও বিচারপতি মান্থার যোধপুর পার্কের বাড়ির দেওয়ালে বিচারপতির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে পোস্টারও পড়েছিল। সেই নিয়ে ইতিমধ্যে হাইকোর্টে তিন বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করে বিষয়টির শুনানি চলছে।

আরও পড়ুন: গ্রেফতারির আশঙ্কা, হাইকোর্টের দ্বারস্থ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

পঞ্চায়েত নির্বাচন পরিস্থিতিতে রাজ্যে পুলিশের ভূমিকা বার বার বিচারপতি মান্থার বেঞ্চে প্রশ্নের মুখে পড়েছে। পুলিশের ভূমিকায় কোনওরকম পক্ষপাতিত্বের আচরণ দেখতে পেলেই কড়া সমালোচনা ও নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। বিরোধী পক্ষের মামলাকারীরা বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চকে সেই কারণে সাম্প্রতিক কালে বেশ ভরসার বা সুরাহা পাওয়ার একটা বেঞ্চ হিসাবে ভাবতেন। বিশেষত পঞ্চায়েত নির্বাচনে বিরোধী প্রার্থীরা যাতে মনোনয়ন জমা দিতে পারেন, তার জন্য পুলিশকে এসকর্ট করে তাঁদের মনোনয়ন কেন্দ্রে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের পুলিশ যাতে হেনস্তা না-করে, তার জন্য একাধিক ক্ষেত্রে সুরক্ষা কবচও দিয়েছেন।

আরও পড়ুন: প্রার্থীদের নিরাপত্তায় হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস, মামলা করার অনুমতি ডিভিশন বেঞ্চের

ABOUT THE AUTHOR

...view details