কলকাতা, 29 জুন: বদল করা হল বিচারপতি রাজাশেখর মান্থার বিচার্য বিষয়। পুলিশের অতিসক্রিয়তা বা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগের সমস্ত মামলাই এতদিন শুনতেন বিচারপতি মান্থা। এবার সেই মামলা সরল বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে।
আগামী 4 জুলাই থেকে পুলিশের সমস্ত মামলার শুনানি হবে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের তরফে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। একক বেঞ্চের পরিবর্তে এখন থেকে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের দায়িত্ব পেলেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ রস্টারে বদল এনে জানাল কলকাতা হাইকোর্ট।
সাম্প্রতিক সময়ে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে মামলার শুনানি নিয়ে কম বিতর্ক হয়নি। বিচারপতি রাজাশেখর মান্থা একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে মামলার রায় দেন অভিযোগ তুলে বিচারপতির বেঞ্চ বয়কট করেছিলেন তৃণমূল পক্ষের আইনজীবীরা। বিচারপতি মান্থার বেঞ্চে দীর্ঘদিন সরকারি পক্ষের কোনও আইনজীবী মামলার শুনানিতে হাজির থাকতেন না। পাশাপাশি কলকাতা হাইকোর্ট ও বিচারপতি মান্থার যোধপুর পার্কের বাড়ির দেওয়ালে বিচারপতির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে পোস্টারও পড়েছিল। সেই নিয়ে ইতিমধ্যে হাইকোর্টে তিন বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করে বিষয়টির শুনানি চলছে।