পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

DA Case: বুধবার মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানি

বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে দুপুর 2টোয় মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে (Hearing of DA case against WB Govt is tomorrow)। মামলাকারী সব কর্মী সংগঠনগুলির আবেদন একত্রে শুনানি হবে বলে কর্মচারীদের আইনজীবী মারফৎ খবর।

DA Case
মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানি আগামিকাল

By

Published : Nov 8, 2022, 6:49 PM IST

কলকাতা, 8 নভেম্বর: মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি আগামিকাল। বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে দুপুর 2টোয় মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে (Hearing of DA case against WB Govt is tomorrow)। মামলাকারী সব কর্মী সংগঠনগুলির আবেদন একত্রে শুনানি হবে বলে কর্মচারীদের আইনজীবী মারফৎ খবর। যদিও হাইকোর্টের ডিএ দেওয়ার রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে ইতিমধ্যেই আবেদন করেছে রাজ্য।

গত 20মে এক নির্দেশে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা তিনমাসের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশ তিন মাস পেরিয়ে গেলেও এখনও মানা হয়নি বলে ফের হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়। তাতেও বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ রাজ্যকে মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু তা সত্ত্বেও সম্প্রতি রাজ্য সরকার সুপ্রিমকোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে। পাশাপাশি হাইকোর্টে কর্মচারী সংগঠনগুলো ফের মামলা দায়ের করায় দু'দিন আগেই রাজ্য সরকার হাইকোর্টে হলফনামা দিয়ে জানায় এই মুহূর্তে রাজ্যের কোষাগারে টাকা নেই ।

আরও পড়ুন:3929 শূন্যপদে নিয়োগের নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে মামলা প্রাথমিক পর্ষদের

বাজেট অনুয়ায়ী যা বরাদ্দ রয়েছে সেই টাকা থেকে যদি রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা দিতে হয় তাহলে রাজ্যের অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হবে। সেই সংক্রান্ত মামলার আগামিকাল দুপুর 2টোর সময় শুনানি রয়েছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details