পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anish Khan Death Case : আমতা থানার ওসিকে কেন ছুটিতে পাঠানো হল, আনিশ খান মামলায় প্রশ্ন বিচারপতির - Student Leader Anish Khan Death Case

হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি (Anish Khan Death case in High Court) আগামী সোমবার ৷

Anish Khan Death Case hearing in HC
আমতা থানার ওসিকে কেন ছুটিতে পাঠানো হল, আনিশ খান মামলায় প্রশ্ন বিচারপতির

By

Published : Mar 11, 2022, 3:49 PM IST

Updated : Mar 11, 2022, 4:05 PM IST

কলকাতা, 11 মার্চ: আনিশ খান রহস্যমৃত্যুর ঘটনায় (Student Leader Anish Khan Death Case) আমতা থানার ওসিকে কেন ছুটিতে পাঠানো হয়েছে প্রশ্ন তুলল হাইকোর্ট ৷ শুক্রবার মামলার শুনানি চলাকালীন বিচারপতি রাজাশেখর মান্থা প্রশ্ন করেন, ওসিকে ছুটিতে পাঠানো হলে তাঁর গোপন জবানবন্দি নেওয়া হবে কী করে? জবাবে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "সিএফএসএল রিপোর্ট আসেনি । সেই রিপোর্ট এলেই সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে । বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হবে ।"

এদিন আনিশ খানের দ্বিতীয়বার ময়নাতদন্ত সংক্রান্ত জেলা বিচারকের রিপোর্ট জমা দেওয়া হয়েছে আদালতে । এই সমস্ত রিপোর্ট আনিশ খানের পরিবারের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে দিতে বিচারপতি মান্থা নির্দেশ দেন । আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৷

কলকাতা হাইকোর্টের নজরদারিতে চলছে আনিশ মৃত্যুকাণ্ডের তদন্ত

আরও পড়ুন : সিসিটিভি ফুটেজ পরীক্ষার পরিকাঠামো নেই জাতীয় নির্বাচন কমিশনের, শুনানি পিছল পৌরভোট মামলার

সিট আনিশ খান রহস্যমৃত্যুর ঘটনার তদন্ত শুরু করার পর গত 24 ফেব্রুয়ারি আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে ছুটিতে পাঠানো হয় । আনিশকাণ্ডে ধৃত দুই সিভিক ভলান্টিয়ারকে ঘটনার দিন রাতে আনিসের বাড়িতে ওসিই পাঠিয়েছিলেন বলে ধৃতরা দাবি করেছেন ৷ এরপরই ওসিকে ছুটিতে পাঠানো হয় । 24 ফেব্রুয়ারি হাইকোর্টে আনিশ খানের মৃত্যুর ঘটনায় স্বতঃস্ফূর্ত মামলা দায়ের হয় । বিচারপতি রাজাশেখর মান্থা দ্বিতীয়বার ময়নাতদন্ত করার নির্দেশ দেন আনিসের দেহের । জেলা বিচারকের তত্ত্বাবধানে এই ময়নাতদন্ত করার নির্দেশ দেন তিনি । পাশাপাশি, আনিশের মোবাইল ফোনও হায়দরাবাদে সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি ৷ এই দু‘টির রিপোর্ট দু'সপ্তাহের মধ্যে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় সিটকে। গত 18 ফেব্রুয়ারি বাড়ির ছাদ থেকে পড়ে রহস্যমৃত্যু হয় ছাত্রনেতা আনিশ খানের ৷ ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছে আনিশের পরিবার ৷

Last Updated : Mar 11, 2022, 4:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details