পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

PPE কিট পরে কোরোনা আক্রান্তদের রাখি পরালেন স্বাস্থ্যকর্মীরা - PPE kit

সামাজিক দূরত্ব বজায় রেখে রাখি পূর্ণিমা উৎসব পালন করলেন সুদর্শনা মুখোপাধ্যায় । বালিগঞ্জের যেসব বাড়িতে কোরোনা রোগী রয়েছেন তাঁদের বাড়িতে গিয়ে রাখি পরিয়ে শুভকামনা জানান ।

সামাজিক দূরত্ব বজায় রেখে রাখি পূর্ণিমা উৎসব পালন
সামাজিক দূরত্ব বজায় রেখে রাখি পূর্ণিমা উৎসব পালন

By

Published : Aug 3, 2020, 10:10 PM IST

কলকাতা, 3 অগাস্ট : আজ রাখি পূর্ণিমা । কোরোনা সংক্রমণের মাঝেই চলছে রাখি উৎসব পালন । কিন্তু অনেকেই এ বছর রাখি উৎসব পালন করতে পারেননি । তাঁদের পাশে দাঁড়ালেন কলকাতার 68 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় । কোরোনায় আক্রান্তদের জন্য অভিনবভাবে রাখি উৎসব পালন করলেন তিনি ।

বালিগঞ্জ এলাকায় এই মুহূর্তে কোরোনায় সংক্রমণের সংখ্যাটা অত্যন্ত বেশি । আজ 68 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় সামাজিক দূরত্ব বজায় রেখে রাখি পূর্ণিমা উৎসব পালন করেন । বালিগঞ্জের যে সমস্ত বাড়িতে কোরোনা রোগী রয়েছে তাদের বাড়ি গিয়ে রাখি পরিয়ে শুভকামনা জানান । পৌর কর্মীরা PPE কিট পরে এলাকার কোরোনা আক্রান্তদের বাড়ি গিয়ে সামাজিক দূরত্ব মেনে রাখি ও মিষ্টি বিতরণ করেন । তাঁরা যেন কোনও মতেই হতাশায় ভেঙে না পড়ে সেই সাহসও জোগানো হয় ।

সুদর্শনা মুখোপাধ্যায় বলেন, কোরোনা সংক্রমণের জেরে অনেকে অভাব অনটনে ভুগছেন । যাঁরা আক্রান্ত হচ্ছেন তাঁদের মধ্যে অনেকেই অবসাদে ভুগছেন । তাই মনোবল ফিরিয়ে দিতে ও উৎসবের দিনে আনন্দ ভাগ করে নিতেই এই পদক্ষেপ করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details