কলকাতা, 10 ডিসেম্বর: স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করার পরেও কাটল না মেডিক্যাল কলেজের জট । ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সোমবার থেকে উত্তপ্ত কলকাতা মেডিক্যাল কলেজ । বৃহস্পতিবার সকাল থেকে অনশন আন্দোলনে নামে পাঁচ পড়ুয়া । ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন চারজন । তারপরেই শনিবার সন্ধ্যায় কলেজে আসলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম (Health Secretory) এবং রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী (Health Secretory meets Super of Kolkata Medical College ) ।
এদিন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম এবং রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও পড়ুয়াদের চার সদস্যের কমিটির সঙ্গে প্রায় দু'ঘণ্টার বৈঠক করেন । বৈঠকের মাঝেই অনশনকারী পড়ুয়াদের দেখতে আসেন স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিকর্তা । তাঁদের সঙ্গে কথাও বলেন। তারপর ফের অধ্যক্ষের সঙ্গে বৈঠক করেন তাঁরা । যদিও বৈঠক চলাকালীনই স্লোগান দিচ্ছিলেন পড়ুয়ারা । স্বাস্থ্যসচিবের গাড়ির সামনেও স্লোগান দেওয়া হয় ।