পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোমেন মিত্রর শারীরিক অবস্থার অবনতি

কিডনির সমস্যায় বর্তমানে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সোমেন মিত্র । ডায়ালিসিস চলছে ।

সোমেন মিত্র
সোমেন মিত্র

By

Published : Jul 25, 2020, 4:08 PM IST

Updated : Jul 25, 2020, 4:29 PM IST

কলকাতা, 25 জুলাই : শারীরিক অবস্থা ভালো নেই প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের । গতকাল দুপুর থেকে ফের অসুস্থ হয়ে পড়েছেন তিনি । ডায়ালিসিস চলছে । আজও একবার ডায়ালিসিস হয়েছে তাঁর । বর্তমানে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি ।

কিডনির সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন সোমেন মিত্র । মাঝে অসুস্থ হয়ে পড়েন । তারপর থেকে গত আটদিন ধরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি । কিন্তু গতকাল শারীরিক অবস্থার অবনতি হয় । পরিবারের তরফে জানানো হয়েছে, প্রবল দুর্বলতা অনুভব করছেন তিনি । সেকারণে গতকাল বাড়ির লোকজনের সঙ্গেও ঠিকভাবে কথা বলতে পারেননি । চিকিৎসকরা জানিয়েছেন, শরীরে জল জমেছে । আরও বেশ কিছুটা জল বের করতে হবে । তাই আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে । দুপুরে খেয়েছেন । তারপর ফের ডায়ালিসিস শুরু হয়েছে ।

79 বছর বয়সে কিডনির পাশাপাশি বার্ধক্যজনিত সমস্যাও দেখা দিয়েছে । তাঁর শরীরে কোরোনা ভাইরাস আছে কি না, তাও পরীক্ষা করা হয়েছে । রিপোর্ট নেগেটিভ এসেছে । তবে, হাসপাতাল থেকে তিনি কবে ছুটি পাবেন, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি চিকিৎসকরা । হার্টের সমস্যায় থাকায় আগামী সপ্তাহের গোড়ার দিকে পেসামেকার বসানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা ।

শিয়ালদা বিধানসভা কেন্দ্রে 1972 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিধায়ক ছিলেন সোমেন মিত্র । 2008 সালে জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস নামে একটি দলের জন্ম দেন । 2009 সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি । জয়ী হন । বছর পাঁচেক পর 2014 সালে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসেন সোমেন । ফের কংগ্রেসে যোগ দেন । 2018 সালে দ্বিতীয়বারের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি হন তিনি ।

Last Updated : Jul 25, 2020, 4:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details