পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাস চালকদের জন্য 5 লাখ টাকার স্বাস্থ্য বিমার ঘোষণা রাজ্যের - স্বাস্থ্য বিমার ঘোষণা সরকারের

কোনওরকম আপৎকালীন পরিস্থিতির সৃষ্টি হলে তৎক্ষণাৎ যাতে পরিবহন ব্যবস্থা সেই মানুষের কাছে পৌঁছোতে পারে সেই জন্য একাধিক বেসরকারি বাস ও মিনিবাসের ব্যবস্থা করছে রাজ্য পরিবহন দপ্তর । তাই যেসব চালক ও কন্ডাক্টাররা পরিষেবা দেবেন তাঁদের স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব নেবে রাজ্য সরকার ।

Health Insuaranc
স্বাস্থ্য বিমা

By

Published : Mar 23, 2020, 11:56 PM IST

কলকাতা, 23 মার্চ : কোরোনা ভাইরাসের সংক্রমণকে দূরে রাখতে 27 মার্চ পর্যন্ত রাজ্যজুড়ে লকডাউন ঘোষণা করেছে সরকার । তবে, কোনওরকম আপৎকালীন পরিস্থিতির সৃষ্টি হলে তৎক্ষণাৎ যাতে পরিবহন ব্যবস্থা সেই মানুষের কাছে পৌঁছোতে পারে সেই জন্য একাধিক বেসরকারি বাস ও মিনিবাস ব্যবস্থা করছে রাজ্য পরিবহন বিভাগ । তাই যেসব চালক ও কন্ডাক্টাররা পরিষেবা দেবেন তাঁদের স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব নেবে রাজ্য সরকার ।

আজ পাবলিক ভেহিকেলস ডিপার্টমেন্টের (PVD)র একটি জরুরি বৈঠকে আপৎকালীন পরিস্থিতিতে বেসরকারি বাস পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয় । ওই বৈঠকেই জানানো হয় যে, আপৎকালীন পরিস্থিতিতে যে বাসচালক ও কন্ডাক্টাররা কাজ করবে তাদের স্বাস্থ্য বিমা দেবে রাজ্য সরকার । ওয়েস্টবেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি প্রদীপ নারায়ণ বোস বলেন, "পরিবহন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যেসব চালক ও কন্ডাক্টর এই সময় গাড়ি চালিয়ে প্রয়োজনীয় পরিষেবা দেবেন তাদের স্বাস্থ্যের যাবতীয় দায়িত্ব পরিবহন দপ্তরের ।"

বাস চালকদের জন্য স্বাস্থ্য বিমা

এছাড়াও, যাঁরা অত্যাবশ্যক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সে সমস্ত কর্মীদের জন্যে রাজ্য সরকারের তরফে 5 লাখ টাকার স্বাস্থ্য বিমা ঘোষণা করা হয়েছে । প্রদীপবাবু জানান, "এই সময় যে চালক ও কন্ডাক্টররা প্রয়োজনীয় পরিষেবা দেবেন তাঁরাও এই স্বাস্থ্য বিমার আওতার মধ্যে পড়বে ।" অন্যদিকে আপৎকালীন পরিষেবা দিতে যে গাড়ি বা বাসগুলি পথে নামানো হবে সেগুলিকে বিশেষভাবে স্যানিটাইজ়ড করে পরিচ্ছন্ন করা হবে । বাসের সিট, হ্যান্ডেল, গাড়ির ভিতর এবং বাইরে ভালো করে বিশেষ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details