পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সম্পূর্ণ চিকিৎসা মেলেনি, নার্সিংহোমকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ স্বাস্থ্য কমিশনের - Kolkata private hospital bill

দুই রিপোর্ট নিয়ে কল্যাণীর বেসরকারি একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় এই রোগীকে । ওই নার্সিংহোমে অস্ত্রোপচার করে এই রোগীর গলব্লাডার থেকে স্টোন বের করা হয় । কিন্তু, এই রোগীর বাইল ডাক্টে স্টোন থেকে গিয়েছিল ।

health department
স্বাস্থ্য কমিশন

By

Published : Oct 19, 2020, 12:12 PM IST

কলকাতা, 19 অক্টোবর : গলব্লাডার থেকে স্টোন বের করা হয়েছে । অথচ, বাইল ডাক্ট থেকে বের করা হয়নি স্টোন । যার জেরে, অন্য একটি হাসপাতালে ফের অস্ত্রোপচার করে বাইল ডাক্টের স্টোন বের করা হয় । এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয় ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশনে (WBCERC) । কেন দেখা হল না এই রোগীর বাইল ডাক্টে স্টোন রয়েছে? কেন সম্পূর্ণ চিকিৎসা হল না? এই ঘটনায় বেসরকারি একটি নার্সিংহোমকে 25 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল কমিশন ।

রাজ্যের এই স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এই রোগীর USG-র রিপোর্টে গলব্লাডারে স্টোন পাওয়া গিয়েছিল । রোগীর MRCP-ও করা হয় । কিন্তু, MRCP-র ওই রিপোর্টে এই রোগীর বাইল ডাক্টে স্টোন পাওয়া যায়নি । এই দুই রিপোর্ট নিয়ে কল্যাণীর বেসরকারি একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় এই রোগীকে । ওই নার্সিংহোমে অস্ত্রোপচার করে এই রোগীর গলব্লাডার থেকে স্টোন বের করা হয় । কিন্তু, এই রোগীর বাইল ডাক্টে স্টোন থেকে গিয়েছিল । সমস্যা হওয়ায় সল্টলেকে অবস্থিত একটি নার্সিংহোমে ওই রোগীকে ভরতি করানো হয় । সেখানে ফের অস্ত্রোপচার করে এই রোগীর বাইল ডাক্টের স্টোন বের করা হয় । প্রথম ওই নার্সিংহোমে কেন এই চিকিৎসা পরিষেবা পাওয়া গেল না? কেন রোগীকে আবার অন্য হাসপাতালে অস্ত্রোপচার করাতে হল? প্রথম ওই নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় রাজজ্যের এই স্বাস্থ্য কমিশনে । স্বাস্থ্য কমিশন এবিষয়ে বলে, ঘটনায় প্রথমে ওই নার্সিংহোম কমিশনে বলে, USG এবং, MRCP-র রিপোর্টের উপর ভিত্তি করে এই রোগীর গলব্লাডার থেকে স্টোন বের করা হয়েছিল । রোগীর MRCP-র রিপোর্টে বাইল ডাক্টে স্টোন ছিল না । কমিশন জানায়, আবার MRCP করে কেন দেখল না এই নার্সিংহোম? অন্য একটি হাসপাতালে আবার অস্ত্রোপচার করে এই রোগীর বাইল ডাক্ট থেকে স্টোন বের করা হয় । এর জন্য 50 হাজার টাকা খরচ হয় । কমিশন জানিয়েছে, এই ঘটনায় এই 50 হাজার টাকার 50 শতাংশ অর্থাৎ 25 হাজার ওই নার্সিংহোমকে ক্ষতিপূরণ হিসাবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

এ দিকে, আনন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে রাজ্যের এই স্বাস্থ্য কমিশনে দায়ের হয়েছে পৃথক দুটি অভিযোগ । এই দুই অভিযোগের ঘটনায় বেসরকারি ওই হাসপাতালের কাছে হলফনামা চাইল কমিশন ।

ABOUT THE AUTHOR

...view details