কলকাতা, 19 এপ্রিল: কোরোনা আক্রান্তদের খোঁজে রাজ্যজুড়ে এবার অনেক বেশি সংখ্যক নমুনা পরীক্ষার কথা জানাল স্বাস্থ্য দপ্তর । এর জন্য পুল স্যাম্পেল টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)-এর পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত ।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বারবার বলছেন, এই রাজ্যে কোরোনা পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে, তা জানার জন্য নমুনা পরীক্ষার সংখ্যা আরও বাড়াতে হবে । সরকারি-বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের তরফেও রাজ্যে অনেক বেশি পরীক্ষার কথা বলা হচ্ছে । স্বাস্থ্য দপ্তর অবশেষে ICMR-এর পরামর্শ অনুযায়ী রাজ্যজুড়ে অনেক বেশি নমুনা পরীক্ষার কথা জানাল । গতকাল স্বাস্থ্য দপ্তরের এক নির্দেশে জানানো হয়েছে, রাজ্যজুড়ে COVID-19-এর উপর নজরদারি চালাতে বিভিন্ন পরীক্ষাগারে আরও বেশি সংখ্যক নমুনা পরীক্ষার প্রয়োজন । এই জন্য ICMR-এর পরামর্শ অনুযায়ী রাজ্যজুড়ে পুল স্যাম্পেল টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
ভারতে বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । নিয়ন্ত্রণ খুব শিগগিরই প্রয়োজন । কারণ কোরোনা সংক্রমণ রোধে লকডাউন চললেও তা স্থায়ী সমাধান হতে পারে না । এর সঙ্গে অর্থনৈতিক দিকটাও জড়িত । আর্থিক ক্ষতি হচ্ছে দেশের । বেশি ক্ষতি হলে কোরোনা সংক্রমণ রোধ প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে । তাই সংক্রমণ রোধে লকডাউনের পাশাপাশি প্রয়োজন বিকল্প ব্যবস্থা । কোরোনা আক্রান্তের সঠিক পরিসংখ্যান জানতে এমন কোনও পরীক্ষা করা দরকার যা কম ব্যয়সাপেক্ষ হবে ও অনেকের নমুনা পরীক্ষাও করা যাবে । সেই ভাবনা থেকেই ICMR দেশজুড়ে পুল টেস্টের মাধ্যমে পরীক্ষা করার নির্দেশ দেয় । এই পুল টেস্টের মাধ্যমে একসঙ্গে অনেকের পরীক্ষা করা যাবে । পাঁচজনের একটা গ্রুপ প্রতি পুলের আওতায় থাকবে । ICMR-এর তরফে বলা হয়েছে, পাঁচজনের নমুনা একটা পুলের মাধ্যমে পরীক্ষা করা হবে । নমুনা পজ়িটিভ এলে প্রত্যেকের আলাদা করে আবার পরীক্ষা করা হবে । অন্যদিকে, একটা পুলের পাঁচজনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে সেই পুল নেগেটিভ হবে । একসঙ্গে অনেকক'টি পুলের রিপোর্ট নেগেটিভ এলে খরচাও কমবে ।
এর ভিত্তিতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে বলা হয়েছে, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সমীক্ষা এবং নজরদারি চালানোর সময়, যে সব স্থানে সংক্রমণের হার কম সেখান থেকে পুল স্যাম্পেল টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হবে । এইসব স্থানে যাঁদের মধ্যে COVID-19-এর উপসর্গ নেই, পুল স্যাম্পেল টেস্টের জন্য তাঁদের সোয়াবের নমুনা সংগ্রহ করা হবে । তবে, যেসব স্থানে সংক্রমণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখান থেকে সংগৃহীত নমুনাগুলিকে পুল স্যাম্পেল টেস্টের বাইরে রাখা হয়েছে । যিনি বা যাঁরা কোনও COVID-19 আক্রান্তের সংস্পর্শে এসেছেন, তাঁদের নমুনাও পুল স্যাম্পেল টেস্টের বাইরে রাখা হয়েছে ।
মূলত যে এলাকাগুলিতে সংক্রমণের হার কম সেইসব জায়গায় এই পদ্ধতি প্রয়োগ করা হবে । যে জায়গাগুলিতে পাঁচ শতাংশের বেশি সংক্রমিত সেই এলাকাগুলিতে পৃথকভাবে নমুনা পরীক্ষা হবে । এই পদ্ধতি একটি ক্ষেত্রে পরীক্ষা করে লখনউয়ের কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয় সাফল্য পায় । তারপরেই এই সুপারিশ দেওয়া হয়েছে । পুল স্যাম্পেল টেস্টের জন্য ICMR 14 এপ্রিল পরামর্শ দিয়েছে । এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও অনেক কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া যাবে বলে মনে করছে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন ।