পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুয়ারে চিকিৎসা ব্যবস্থা, কলকাতার বস্তি এলাকায় পৌঁছবে স্বাস্থ্য দফতরের মেডিক্যাল ভ্যান

Medical Van from Health Department: জেলার পাশাপাশি এবার শহর কলকাতায় দুয়ারে পৌঁছে যাবে চিকিৎসা ব্যবস্থা ৷ স্বাস্থ্য দফতর চালু করছে মেডিক্যাল ভ্যান ৷ চিকিৎসা দিতে মহানগরের বস্তি এলাকায় পৌঁছে যাবে স্বাস্থ্য দফতরের মেডিকেল ভ্যানগুলি ৷

Medical Van
স্বাস্থ্য দফতরের মেডিক্যাল ভ্যান

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2023, 9:20 PM IST

কলকাতা, 27 নভেম্বর: রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নততর করতে উদ্যোগী হয়েছে স্বাস্থ্য দফতর । সেই লক্ষ্যে নেওয়া হচ্ছে একের পর এক নয়া পদক্ষেপ ৷ তার মধ্যে এবার নতুন সংযোজন হল মেডিক্যাল ভ্যান । শহর কলকাতার বস্তি এলাকাগুলিতে এবার পৌঁছে যাবে স্বাস্থ্য দফতরের দুটি মেডিক্যাল ভ্যান । চলতি বছরের শুরু হতে চলেছে এই পরিষেবা ৷ সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সুবিধা থাকলেও সেখানে দেখা মেলে এক বিরাট লম্বা লাইনের । ফলে বহু মানুষই চিকিৎসা করাতে গিয়ে সমস্যায় পড়েন । অন্যদিকে বেসরকারি হাসপাতালে গেলে গুনতে হয় মোটা অংকের টাকা । তাই এবার শহর কলকাতার বস্তি এলাকার মানুষদের প্রয়োজনীয় চিকিৎসা দিতে পৌঁছে যাবে এই ভ্যানগুলি ।

বস্তিতে মেডিক্যাল ভ্যানে চিকিৎসা: মোবাইল মেডিক্যাল ভ্যান বা ভ্রাম্যমাণ চিকিৎসার গাড়ি হল স্বাস্থ্য দফতরের নয়া উদ্যোগ । শহরের বেশ কিছু বস্তি এলাকায় মূলত এই ভ্যান দেখা যাবে । গাড়িতে একজন চিকিৎসক, নার্সিং স্টাফ, প্যারামেডিক্যাল কর্মী থাকবেন । হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন (এইচআইএম)-এর অধীন প্রকল্পটি চলবে । গাড়িটির মধ্যে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে । প্রেসার, সুগার শুধু নয়, ডেঙ্গি, ম্যালেরিয়া-সহ আরও কিছু রক্ত পরীক্ষার ব্যবস্থা থাকবে ভ্যানে । ছোটখাট একটি ল্যাবরেটরি থাকছে, যেখানে পরীক্ষা করে রিপোর্টও সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া যাবে । প্রেসক্রিপশন করে প্রয়োজনে ওষুধও দেওয়া হবে ।

মেডিক্যাল ভ্যানে ক'জন চিকিৎসক থাকছেন ?

মোবাইল মেডিক্যাল ভ্যান পরিচালনার জন্য 4 সদস্যের একটি এক্সপার্ট কমিটি তৈরি করা হয়েছে । তার মধ্যে রয়েছেন স্বাস্থ্য পরিবহণ বিভাগের যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা সুশান্ত পাল, ন্যাশনাল আর্বান হেলথ মিশনের স্টেট নোডাল অফিসার ও উপস্বাস্থ্য অধিকর্তা (রিপ্রোডাকটিভ চাইল্ড হেলথ) চিকিৎসক দেবাশিস রায়, উপস্বাস্থ্য অধিকর্তা (নন কমিউনিকেবল ডিজিজ-2) চিকিৎসক নিতাইচন্দ্র মণ্ডল, কোয়ালিটি অ্যাসুউরেন্সের স্টেট নোডাল অফিসার চিকিৎসক নির্মাল্য রায় । এই ভ্যানের বিষয়ে স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেন, "সমাজের যাতে সব স্তরে চিকিৎসা ব্যবস্থা পৌঁছে যেতে পারে সেজন্যই আমাদের এই পদক্ষেপ । আপাতত দুটো ভ্যান চালু করা হচ্ছে, ধীরে ধীরে এই সংখ্যা বাড়ানো হবে ।"

প্রসঙ্গত, এসএসকেএম হাসপাতালে এক অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় চিকিৎসা ব্যবস্থা পৌঁছানোর কথা বলেছিলেন । তখন দুয়ারে চিকিৎসার পরিষেবা হিসাবে কলকাতার সরকারি হাসপাতালে চিকিৎসকেরা রাজ্যের প্রত্যন্ত গ্রাম গুলোতে গিয়ে পরিষেবা দিয়ে আসতে । এবার জেলার পাশাপাশি নজর দেওয়া হল শহর কলকাতার বস্তি অঞ্চলগুলিতেও । তাই এই নয়া পদক্ষেপ ৷

আরও পড়ুন:

  1. ই-প্রেসক্রিপশনের প্রথম ধাপ স্বাস্থ্য দফতরের, সমস্ত সুস্বাস্থ্য কেন্দ্র জুড়বে একটাই নেটওয়ার্কে
  2. বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর চিকিৎসা নিয়ে আরও কড়া পদক্ষেপ স্বাস্থ্য ভবনের
  3. চোখের আলো প্রকল্প ঘিরে চিকিৎসকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি স্বাস্থ্যভবনের

ABOUT THE AUTHOR

...view details