কলকাতা, 22 এপ্রিল:রাজ্যে চুক্তিভিত্তিক চিকিৎসক, মেডিক্যাল অফিসারদের নিয়োগ ও অবসরের বয়সসীমা বৃদ্ধি করল স্বাস্থ্য দফতর । শুক্রবার জাতীয় স্বাস্থ্য মিশনের তরফে নির্দেশিকা জারি করে এই কথা জানানো হয়েছে । জানা গিয়েছে, জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের অধীনে থাকা চুক্তিভিত্তিক মেডিক্যাল অফিসারদের নিয়োগের বয়সের ঊর্ধ্বসীমা ছিল 62 বছর । এবার থেকে সেই বয়স গিয়ে দাঁড়িয়েছে 67 বছরে । অন্যদিকে, কর্মীদের অবসরের বয়স 65 থেকে বাড়িয়ে করা হয়েছে 70 বছর । এছাড়াও চুক্তি ভিত্তিকভাবে নিয়োগ করা চিকিৎসকদের অবসরের বয়সও বাড়িয়ে 65 থেকে 70 করা হয়েছে ৷
কিন্তু নতুন চিকিৎসক নিয়োগ না করে পুরনোদেরই কেন রাখা হচ্ছে এই নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন চিকিৎসক সংগঠন । জাতীয় স্বাস্থ্য মিশনের এহেন সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই বিতর্কের সৃষ্টি হয়েছে । স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সরকারি ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস এবং মেডিক্যাল এডুকেশন সার্ভিসে সব থেকে বেশি চিকিৎসক কর্মরত । এর পরের স্থানে রয়েছে ইএসআই । তৃতীয় স্থানে রয়েছেন জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে থাকা চিকিৎসকেরা । রাজ্যের বিভিন্ন পৌরসভার স্বাস্থ্যকেন্দ্র এবং জেলা হাসপাতালেও কর্মরত থাকেন ওই চিকিৎসকরা । সেই সংখ্যাটাও প্রায় 1 হাজার 200 এর কাছাকাছি ৷
স্বাস্থ্য দফতর সূত্রের, তাঁদের মধ্যে 400-500 জন শীঘ্রই অবসর নেবেন ৷ অন্যদিকে, প্রতিটি জেলায় হাসপাতাল ও পৌরসভা মিলিয়ে অন্তত 50 জন করে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে চিকিৎসক রয়েছেন । সেখানে এতজন অবসর নিলে কাজের সমস্যা হবে । তাই এই বয়স বৃদ্ধির সিদ্ধান্ত বলে জানাচ্ছেন স্বাস্থ্যকর্তারা । তবে তাঁদের একাংশ এটাও জানাচ্ছেন, এর আগেই চুক্তিভিত্তিতে থাকা চিকিৎসকদের অবসরের বয়স বাড়িয়ে 65 করা হয়েছিল । এখন তা বাড়িয়ে 70 করা হল ৷