পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB Health Department: চুক্তিভিত্তিক সরকারি চিকিৎসক, মেডিক্যাল অফিসারদের অবসরের মেয়াদ বাড়ল

চুক্তিভিত্তিক মেডিক্যাল অফিসার, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবসরের বয়সে পরিবর্তন এনেছে স্বাস্থ্য দফতর ৷ জারি হয়েছে নির্দেশিকা ৷

By

Published : Apr 22, 2023, 10:18 PM IST

ETV Bharat
ফাইল চিত্র

কলকাতা, 22 এপ্রিল:রাজ্যে চুক্তিভিত্তিক চিকিৎসক, মেডিক্যাল অফিসারদের নিয়োগ ও অবসরের বয়সসীমা বৃদ্ধি করল স্বাস্থ্য দফতর । শুক্রবার জাতীয় স্বাস্থ্য মিশনের তরফে নির্দেশিকা জারি করে এই কথা জানানো হয়েছে । জানা গিয়েছে, জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের অধীনে থাকা চুক্তিভিত্তিক মেডিক্যাল অফিসারদের নিয়োগের বয়সের ঊর্ধ্বসীমা ছিল 62 বছর । এবার থেকে সেই বয়স গিয়ে দাঁড়িয়েছে 67 বছরে । অন্যদিকে, কর্মীদের অবসরের বয়স 65 থেকে বাড়িয়ে করা হয়েছে 70 বছর । এছাড়াও চুক্তি ভিত্তিকভাবে নিয়োগ করা চিকিৎসকদের অবসরের বয়সও বাড়িয়ে 65 থেকে 70 করা হয়েছে ৷

কিন্তু নতুন চিকিৎসক নিয়োগ না করে পুরনোদেরই কেন রাখা হচ্ছে এই নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন চিকিৎসক সংগঠন । জাতীয় স্বাস্থ্য মিশনের এহেন সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই বিতর্কের সৃষ্টি হয়েছে । স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সরকারি ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস এবং মেডিক্যাল এডুকেশন সার্ভিসে সব থেকে বেশি চিকিৎসক কর্মরত । এর পরের স্থানে রয়েছে ইএসআই । তৃতীয় স্থানে রয়েছেন জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে থাকা চিকিৎসকেরা । রাজ্যের বিভিন্ন পৌরসভার স্বাস্থ্যকেন্দ্র এবং জেলা হাসপাতালেও কর্মরত থাকেন ওই চিকিৎসকরা । সেই সংখ্যাটাও প্রায় 1 হাজার 200 এর কাছাকাছি ৷

স্বাস্থ্য দফতর সূত্রের, তাঁদের মধ্যে 400-500 জন শীঘ্রই অবসর নেবেন ৷ অন্যদিকে, প্রতিটি জেলায় হাসপাতাল ও পৌরসভা মিলিয়ে অন্তত 50 জন করে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে চিকিৎসক রয়েছেন । সেখানে এতজন অবসর নিলে কাজের সমস্যা হবে । তাই এই বয়স বৃদ্ধির সিদ্ধান্ত বলে জানাচ্ছেন স্বাস্থ্যকর্তারা । তবে তাঁদের একাংশ এটাও জানাচ্ছেন, এর আগেই চুক্তিভিত্তিতে থাকা চিকিৎসকদের অবসরের বয়স বাড়িয়ে 65 করা হয়েছিল । এখন তা বাড়িয়ে 70 করা হল ৷

তবে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ সদ্য পাশ করা একজন চিকিৎসক যে উদ্যমে কাজ করবেন, 70 বছর বয়সি একজনের পক্ষে সেটা সম্ভব নয় ৷ অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্স-এর সাধারণ সম্পাদক চিকিৎসক মানস গুমটার কথায়,‘‘ভারতে মানুষের গড় আয়ু 70 বছর । সেখানে 67 বছর বয়সে নিয়োগের কথা অতীতে শুনিনি । বছরে 4 হাজার 500 জন করে মডার্ন মেডিসিনের চিকিৎসক তৈরি হচ্ছেন বলে সরকার দাবি করে । তা হলে তো চিকিৎসকের কোনও অভাব থাকার কথা নয় ! আর, জাতীয় স্বাস্থ্য মিশনের কাজ পুরোপুরি জনস্বাস্থ্যের সঙ্গে যুক্ত । বাইরে ঘুরে ঘুরে সেই কাজ এক জন 70 বছর বয়সি চিকিৎসকের পক্ষে করা কি সম্ভব?’’

আরও পড়ুন: পৃথিবীর স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ জল, এই উপায়ে তা সংরক্ষণ করুন বাড়িতে

অন্যদিকে, সার্ভিস ডক্টর্স ফোরাম-এর সাধারণ সম্পাদক চিকিৎসক সজল বিশ্বাসের কথায়, ষাটোর্ধ্ব হলে এমনিতেই কর্মক্ষমতা কমে যায় । সেখানে এই সিদ্ধান্ত অযৌক্তিক । আর, প্রতি বছর প্রায় 5 হাজার চিকিৎসক পাশ করে বেরচ্ছেন । তাঁদের নিয়োগের বিষয়ে উদ্যোগী হলে এমন সমস্যা হত না । কেউ অবসর নিলেও, বয়স বাড়িয়ে তাঁকে রাখার প্রয়োজন হত না । ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-এর রাজ্য শাখার সম্পাদক, চিকিৎসক সাংসদ শান্তনু সেনের অবশ্য যুক্তি, বয়স এখানে বিচার্য বিষয় নয় । যদি কেউ শারীরিকভাবে সক্ষম থাকেন, তা হলে তিনি কাজ করতেই পারেন ।

ABOUT THE AUTHOR

...view details