পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বুদ্ধদেবের শারীরিক অবস্থার অবনতি, ভর্তি হাসপাতালে - health condition of buddhadeb bhattacharjee

19 মে সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ স্ত্রী হাসপাতালে ভর্তি হলেও তিনি হাসপাতালে ভর্তি হতে চাননি ৷ বাড়িতেই চিকিৎসা চলছিল ৷ কিন্তু সোমবার রাত থেকে আকস্মিক তাঁর শরীরের অক্সিজেন লেভেল নামতে শুরু করে । আজ সকালে ডাক্তাররা তাঁর শারীরিক পরীক্ষা করেন এবং তাঁকে হাসপাতালে ভর্তির জন্য সুপারিশ করেন ।

বুদ্ধদেবের শারীরিক অবস্থার অবনতি
বুদ্ধদেবের শারীরিক অবস্থার অবনতি

By

Published : May 25, 2021, 11:38 AM IST

Updated : May 25, 2021, 12:38 PM IST

কলকাতা, 25 মে : বহুদিন ধরেই শরীর ভাল যাচ্ছে না ৷ তার উপর গত বুধবার করোনায় আক্রান্ত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ কিন্তু, বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর ৷ অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে ৷ ঠিকই ছিল শরীর ৷ কিন্তু হঠাৎ গতকাল রাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে ৷ অক্সিজেন লেভেল কমে গিয়েছে ৷ সেক্ষেত্রে তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ৷ তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

19 মে করোনায় আক্রান্ত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ আক্রান্ত হন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও ৷ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ তবে তিনি এখন করোনামুক্ত ৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷ স্ত্রী হাসপাতালে ভর্তি হলেও তিনি হাসপাতালে ভর্তি হতে চাননি ৷ বাড়িতেই চিকিৎসা চলছিল ৷ কিন্তু সোমবার রাত থেকে আকস্মিক তাঁর শরীরের অক্সিজেন লেভেল নামতে শুরু করে । আজ সকালে ডাক্তাররা তাঁর শারীরিক পরীক্ষা করেন এবং তাঁকে হাসপাতালে ভর্তির জন্য সুপারিশ করেন । প্রথমে হাসপাতালে ভর্তি না হতে চাইলেও পরে চিকিৎসকদের অনুরোধে তিনি হাসপাতালে ভর্তি হতে রাজি হন ৷

কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হল বুদ্ধদেব ভট্টাচার্যকে

আরও পড়ুন,করোনামুক্ত বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য

বুদ্ধবাবুর শরীরে একাধিক শারীরিক সমস্যা রয়েছে । তিনি নিজে সিওপিডির রোগী । এই অবস্থায় করোনা সংক্রমণ তার জন্য যথেষ্ট উদ্বেগের কারণ হতে পারে । সে কারণেই আগেভাগে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে চেয়ে ছিলেন চিকিৎসকেরা । কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য রাজি না হওয়ায় বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল । তবে এদিন অক্সিজেনের মাত্রা দ্রুত কমায় বুদ্ধবাবুকে হাসপাতালে ভর্তি করা ছাড়া কোনও উপায় রইল না ।

Last Updated : May 25, 2021, 12:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details