পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Buddhadeb Bhattacharjee: অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, ভরতি করা হল হাসপাতালে - health condition of Buddhadeb Bhattacharya

গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে শনিবার ৷

Buddhadeb Bhattacharjee
অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য

By

Published : Jul 29, 2023, 4:09 PM IST

Updated : Jul 29, 2023, 5:17 PM IST

হাসপাতালে ভরতি বুদ্ধদেব ভট্টাচার্য

কলকাতা, 29 জুলাই: গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ তাঁর শ্বাসকষ্টের সমস্যা বাড়ায় বর্ষীয়ান এই সিপিএম নেতাকে শনিবার দুপুরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছে বলে জানা গিয়েছে ৷ এদিন দুপুরে অ্যাম্বুলেন্সে করে 79 বছর বয়সি বুদ্ধদেব ভট্টাচার্যকে আসা হয় হাসপাতালে ৷ হাসপাতালে রয়েছেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য ও কন্যা সুচেতনা ভট্টাচার্য ৷

দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ সিওপিডি-এর সমস্যা রয়েছে তাঁর ৷ এর আগেও শারীরিক অসুস্থতার কারণে একাধিকবার তাঁকে ভরতি করা হয়েছে হাসপাতালে ৷ সুস্থ হয়ে বাড়িও ফিরে গিয়েছেন তিনি ৷ এবার ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে খবর ৷ তাঁর চিকিৎসায় একটি মেডিক্যাল বোর্ডও গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

জানা গিয়েছে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা যথেষ্ট গুরুতর ৷ শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায়, তাঁর শ্বাসকষ্টের সমস্যা বেড়েছে ৷ এদিন বিকেল সাড়ে 4টে নাগাদ অক্সিজেন সাপোর্ট দিয়েই তাঁকে অ্যাম্বুলেন্সে করে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় ৷ তাঁকে আইসিইউ'তে ভরতি করা হয়েছে বলে খবর ৷

আরও পড়ুন: বিজেপির সহ-সভাপতির পদ থেকে সরানো হল দিলীপ ঘোষকে

হাসপাতাল সূত্রে খবর, শনিবার সকাল থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে ৷ শরীরে অক্সিজেনের মাত্রা কম থাকায় ও তাঁর সিওপিডি-এর সমস্যা থাকায় চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন ৷ এরপরেই গ্রিন করিডর করে পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে অ্যাম্বুলেন্সে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

আরও পড়ুন:পদ কেড়ে দিলীপের হাতে ‘ঝুনঝুনি’ ধরিয়েছে বিজেপি, কটাক্ষ বাবুলের

ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিসিজ বা সিওপিডি-এর সমস্যায় বহু বছর ধরেই ভুগছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ 2021 সালে তিনি করোনা সংক্রমণেও আক্রান্ত হন ৷ যা তাঁর শারীরিক অসুস্থতাকে আরও জটিল করে তোলে ৷ সেবছর 25 মে শারীরিক অবস্থার অবনতির জন্য তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ 2 জুন তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছিলেন সেবার ৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থতার খবরে উদ্বিগ্ন রাজ্যের বাম নেতৃত্ব ও তাঁর শুভানুধ্যায়ীরা ৷ অনেকেই হাসপাতাল চত্বরে ভিড় জমাতে শুরু করেছেন ৷

সিপিএমের রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিম বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতা প্রসঙ্গে জানান, বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে অসুস্থ । তাঁর চিকিৎসকরা জানিয়েছেন গত কয়েকদিন ধরে তাঁর অসুস্থতা বেড়েছে। চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে তিনি ক্রিটিকাল আছেন বা ভাল আছেন কোনওটাই এখন বলা যাবে না। চিকিৎসকরা নিশ্চয়ই কিছু বুঝেছেন বলে ভর্তি করানোর পরামর্শ দিয়েছেন।"

Last Updated : Jul 29, 2023, 5:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details