পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনার চিকিৎসায় অতিরিক্ত বিল, ব্যবস্থা নিল কমিশন - কোরোনা

অতিরিক্ত বিল , পিপিই কিট এর জন্য টাকা নিয়েও পিপিই কিট না পরে চিকিৎসার অভিযোগ ৷ এইসব অভিযোগের ভিত্তিতেই বিভিন্ন বেসরকারি হাসপাতালের বিরূদ্ধে কড়া ব্যবস্থা নিল স্বাস্থ্য কমিশন ৷

স্বাস্থ্য কমিশন
স্বাস্থ্য কমিশন

By

Published : Feb 6, 2021, 3:55 PM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি: করোনার জন্য চিকিৎসার খরচ হিসাবে কোনও হাসপাতালের বিরুদ্ধে যেমন অতিরিক্ত বিলের অভিযোগ তেমনই কোনও হাসপাতালের বিরুদ্ধে করোনা হয়নি এমন রোগীর চিকিৎসার ক্ষেত্রে পিপিই কিটের চার্জ নেওয়া সত্ত্বেও পিপিই কিট না পরার অভিযোগ। এমনই বিভিন্ন অভিযোগের ঘটনায় ওই সব বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল রাজ্যের স্বাস্থ্য কমিশন।
রাজ্যের স্বাস্থ্য কমিশন অর্থাৎ, ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের চেয়ারপার্সন তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "করোনায় আক্রান্ত অন্তঃসত্ত্বাকে উত্তর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে গিয়েছিলেন রাজ্য সরকারের এক কর্মী। কিন্তু, ওই বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি নেওয়া হয়নি ৷ বলা হয়, যদি চিকিৎসক রাজি হন, তবেই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের কার্ড নেওয়া হবে‌। কিন্তু সংশ্লিষ্ট চিকিৎসক কার্ডধারীদের চিকিৎসা করেন না বলে হাসপাতাল সূত্রে খবর ৷"

আরও পড়ুন:দেশে কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

এই অবস্থায় বাধ্য হয়ে টাকা দিয়েই তাঁর স্ত্রীকে ওই নার্সিংহোমে ভর্তি করান সরকারি ওই কর্মী। কমিশন জানিয়েছে, "ক্রিটিক্যাল কেয়ার অথবা, আইসিইউ এর প্রয়োজন পড়েনি ৷ কমিশন মনে করেছে, খুব বেশি হলে, 10 হাজার টাকা প্রতিদিন হিসাব করলে 9 দিনের 90 হাজার টাকার বেশি বিল হওয়া উচিত নয়‌। এই রোগীর ক্ষেত্রে যাতে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সহায়তা পাওয়া যায়, তার জন্য ওই নার্সিংহোমকে সাহায্য কথা বলা হয়েছে ।
পৃথক একটি অভিযোগের ঘটনায় কমিশন জানিয়েছে, গড়িয়ায় অবস্থিত একটি নার্সিংহোমে কোরোনার এক রোগীকে গত 11 থেকে 24 ডিসেম্বর পর্যন্ত ভর্তি রাখা হয়েছিল। সুস্থ হয়ে এই রোগী বাড়িতেও ফিরেছেন। তবে, এই রোগীর চিকিৎসার খরচ হিসাবে ওই নার্সিংহোমে 2 লাখ 34 হাজার টাকার বিল করা হয় । এই বিল খতিয়ে দেখে ওই নার্সিংহোমকে 2 লাখ 34 হাজার টাকার মধ্যে 34 হাজার টাকা না নেওয়ার কথা বলা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details