পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রোগীকে বাড়িতে পাঠানো যেত না ? প্রশ্ন তুলে বিলের অর্ধেক টাকা ফেরতের নির্দেশ - health commission

মাথা ফেটে যাওয়ায় আটটি সেলাই পড়ে ৷ তার জন্য একটি বেসরকারি হাসপাতালে রোগীকে তিনদিন রাখাও হয় ৷ কিন্তু তা বলে তিনদিন হাসপাতালে থাকার খরচ লাখ টাকা ? বাড়তি টাকা নেওয়ার অভিযোগ উঠল হাসপাতালের বিরূদ্ধে ৷ যদিও রোগীর পরিবারকে অর্ধেক টাকা ফেরতের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন ৷

স্বাস্থ্য কমিশন
স্বাস্থ্য কমিশন

By

Published : Feb 3, 2021, 12:20 PM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি: মাথা ফেটে যাওয়ার কারণে আটটি সেলাই পড়ে ৷ এর পরে রোগীকে হাসপাতালে তিন দিন ভরতি রেখে বিল করা হয় 1 লাখ 30 হাজার টাকা। এই ঘটনায় রাজ‍্যের স্বাস্থ্য কমিশন প্রশ্ন তোলে, রোগীকে কি বাড়িতে পাঠিয়ে দেওয়া যেত না ? তবে শুধুমাত্র প্রশ্ন তোলা নয়, এই ঘটনায় ওই বিলের অর্ধেক টাকা ওই হাসপাতালকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ-ও দিয়েছে রাজ‍্যের স্বাস্থ্য কমিশন।

আরও পড়ুন:দেশে অল্প বাড়ল দৈনিক সংক্রমণ

ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন (ডব্লিউবিসিএআরসি) অর্থাৎ রাজ‍্যের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, কলকাতা পৌরনিগমের এক কর্মীর মাথা ফেটে গিয়েছিল। তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল মল্লিকবাজারে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁর মাথায় আটটি সেলাই দেওয়া হয়েছিল। এর পরে কলকাতা পৌরনিগমের কর্মীকে ওই হাসপাতালে তিন দিন ভরতিও রাখা হয়েছিল। এর জন্য হাসপাতাল বিল করেছিল 1 লাখ 30 হাজার টাকা। এই ঘটনায় অভিযোগ জানানো হয় কমিশনে। অভিযোগ পাওয়ার পরে বিষয়টি খতিয়ে দেখে কমিশন। মাথায় সেলাই দেওয়ার পরে তিন দিন এই রোগীকে হাসপাতালে ভরতি রাখার বিষয়টির কতটা প্রয়োজন ছিল, তা নিয়ে সন্দেহ প্রকাশ করে কমিশন।

আরও পড়ুন:কোভিশিল্ডের পর রাজ্যে দেওয়া শুরু কোভ্যাকসিন, আসছে আরও 3 লাখ ডোজ

অবশেষে এই মামলার রায় দিতে গিয়ে কমিশন প্রশ্ন তোলে, মাথায় সেলাই দেওয়ার পরে এই রোগীকে কি বাড়িতে পাঠিয়ে দেওয়া যেত না? হাসপাতালে তিনদিন ভরতি রাখার কী প্রয়োজন ছিল? কমিশন জানিয়েছে, এই রোগীকে ভরতি না রাখলেও চলত। যদিও এটা চিকিৎসকদের বিষয়। তবে, এই রোগীকে ওই হাসপাতালে তিনদিন ভরতি রাখার জন্য যে 1 লাখ 30 হাজার টাকার বিল করা হয়েছে, এই বিষয়ে পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য কমিশন। কমিশন জানিয়েছে, এই ঘটনায় বিলের 1 লাখ 30 হাজার টাকার মধ্যে 50 শতাংশ অর্থাৎ, 65 হাজার টাকা বেসরকারি ওই হাসপাতালকে ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details