পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডেঙ্গি মোকাবিলায় 3 জেলায় নজরদারির সময় বাড়াল স্বাস্থ্য দপ্তর - উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং বসিরহাট স্বাস্থ্য জেলা

দুই ২৪ পরগনা এবং বসিরহাট স্বাস্থ্য জেলার জন্য ডেঙ্গি মোকাবিলায় নজরদারির সময় বাড়াল স্বাস্থ্য দপ্তর।

Dengue
ছবি

By

Published : Dec 12, 2019, 9:25 AM IST

কলকাতা, 12 ডিসেম্বর : ডেঙ্গি মোকাবিলার জন্য নজরদারির সময় বাড়ানো হল দুই পরগনা ও বসিরহাট স্বাস্থ্য জেলায় । মোকাবিলার অঙ্গ হিসেবে বাড়িতে বাড়িতে যেমন স্বাস্থ্যকর্মীরা যাবেন ৷ তেমনই স্পেশাল ফিভার ক্লিনিক সহ ডেঙ্গির জীবাণু বহনকারী মশার বংশবৃদ্ধি রোধেও ব্যবস্থা নেওয়া হবে।

10 ডিসেম্বর (মঙ্গলবার) স্বাস্থ্য দপ্তরের এক নির্দেশে জানানো হয়েছে, আবহাওয়ার বর্তমান পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং বসিরহাট স্বাস্থ্য জেলায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় ডেঙ্গি মোকাবিলায় কাজের জন্য বাড়ানো হয়েছে। এই সময় বাড়ানোর বিষয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক বলেন, "কমপক্ষে তিন সপ্তাহ সময় না দিলে কোনও রোগের প্রকোপ কমে গেছে বলে ধরে নেওয়া ঠিক নয় । আপাতদৃষ্টিতে এরকম মনে হলেও, আবার শুরু হতে পারে এই রোগ । তাই আরও একটু অপেক্ষা করার কথা বলা হচ্ছে । সতর্ক থাকার জন্য বলা হচ্ছে । এজন্যই সময় বাড়ানো হয়েছে।"

এই সময় বাড়ানোর বিষয়ে রাজ‍্যের সরকারি ডাক্তারদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "সময় বাড়ানো হয়েছে, খুব ভালো বিষয়। তবে শুধুমাত্র এই তিনটি জেলা নয়, আরও কয়েকটি জায়গায় সময় বাড়ানো উচিত।" তাঁর দাবি, এবার সারা বছর ডেঙ্গির জীবাণু বহনকারী মশার বংশবৃদ্ধি রোধের জন্য সেভাবে কাজ করেনি স্বাস্থ্য দপ্তর। আগামী বছর এবিষয়ে আরও সচেতন হতে হবে ।

For All Latest Updates

TAGGED:

Dengue

ABOUT THE AUTHOR

...view details