পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেজিস্ট্রেশন ফর্মে সই করতে ছাত্রদের স্কুলে আসা নিয়ে দোলাচলে প্রধান শিক্ষকরা - Headmasters are in problem

লকডাউনের সময় থেকে ছাত্র-ছাত্রীদের স্কুলে আসায় নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্যের শিক্ষা দপ্তর । আবার একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন ফর্মে ছাত্র-ছাত্রীদের স্বাক্ষর বাধ্যতামূলক করেছে সংসদ । এই পরিস্থিতিতে পড়ুয়ারা স্কুলে আসতে পারবে কি না , সেই বিষয় নিয়ে ধন্দে রয়েছেন প্রধান শিক্ষক-শিক্ষিকারা ৷

Registration form trouble
বিদ্যাসাগর ভবন

By

Published : Sep 27, 2020, 3:59 PM IST

কলকাতা , 27 সেপ্টেম্বর : 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করেছে । তার জন্য 21 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের আঞ্চলিক দপ্তর থেকে রেজিস্ট্রেশন ফর্ম সংগ্রহ করতে বলা হয়েছে প্রধান শিক্ষকদের । 12 থেকে 16 অক্টোবরের মধ্যে পূরণ করা রেজিস্ট্রেশন ফর্মগুলি জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে । কিন্তু, রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে তা জমা দেওয়ার ক্ষেত্রে দোলাচলে রয়েছেন প্রধান শিক্ষকরা । কারণ, লকডাউনের সময় থেকে ছাত্র-ছাত্রীদের স্কুলে আসায় নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্যের শিক্ষা দপ্তর । আবার একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন ফর্মে ছাত্র-ছাত্রীদের স্বাক্ষর বাধ্যতামূলক করেছে সংসদ । প্রধান শিক্ষকদের বক্তব্য , ছাত্র-ছাত্রীদের স্কুলে না ডেকে ফর্মে স্বাক্ষর করানো সম্ভব নয় । কিন্তু, ছাত্র-ছাত্রীদের স্কুলে ডাকা যাবে কি না তা নিয়ে কোনও সুস্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়নি । গোটা বিষয়টি নিয়ে ধন্দে রয়েছেন তাঁরা ।

ইতিমধ্যেই স্টেট ফোরাম অফ হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেসের তরফ থেকে এবিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়েছে । পড়ুয়াদের স্কুলে আসতে দেওয়া যাবে কি না তা জানতে চেয়ে লিখিতভাবে আবেদনও জমা করা হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে । কিন্তু, সেই আবেদনের ভিত্তিতে এখনও কোনও লিখিত নির্দেশ দেওয়া হয়নি বলেই জানাচ্ছেন প্রধান শিক্ষকরা ।

এই প্রসঙ্গে স্টেট ফোরাম অফ হেডমাস্টার্স এ্যান্ড হেডমিস্ট্রেসেসের সাধারণ সম্পাদক চন্দন কুমার মাইতি বলেন , "আমরা জানি যে, লকডাউনের সময় থেকে ছাত্র-ছাত্রীদের স্কুলে আসায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরপরে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ 21 সেপ্টেম্বর থেকে রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া শুরু করেছে । যে ফর্মে আবশ্যিকভাবে ছাত্র-ছাত্রীদের স্বাক্ষরের কথা বলা হয়েছে । একদিকে স্বাক্ষরের কথা বলা হয়েছে, অন্যদিকে ছাত্র-ছাত্রীদের স্কুলে আসায় নিষেধাজ্ঞাও বহাল রয়েছে । তাহলে অক্টোবর মাসে যে রেজিস্ট্রেশন ফর্ম জমা করতে বলা হয়েছে সেটা ছাত্র-ছাত্রীদের স্কুলে না ডেকে কী করে করব ? তাঁদের বাড়ি গিয়ে গিয়ে তো স্বাক্ষর করানো যাবে না । আমরা যখন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসকে বিষয়টা লিখিতভাবে জানাই , তার কোনও উত্তর আমাদের দেওয়া হয়নি । এই অবস্থায় রাজ্যের প্রধান শিক্ষক-শিক্ষিকারা খুব আশঙ্কায় রয়েছি। আমরা যদি ছাত্রদের ডাকি তাতেও বিপদ। আবার সময়মতো রেজিস্ট্রেশন করতে গেলে ছাত্র-ছাত্রীদের ডাকাও জরুরি। এটা নিয়ে দোলাচলে রয়েছি ৷ "

এই ধন্দ কাটাতে দ্রুত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তথা রাজ্য সরকারকে হস্তক্ষেপ করার অনুরোধ জানাচ্ছে স্টেট ফোরাম অফ হেডমাস্টার্স এ্যান্ড হেডমিস্ট্রেসেস । যাতে ছাত্র-ছাত্রী ও প্রধান শিক্ষক উভয়পক্ষেরই উৎকণ্ঠা দূর হয় ও এই উদ্ভূত সমস্যার সমাধান হয়।

ABOUT THE AUTHOR

...view details