কোরোনা পরিস্থিতি সামাল দিতে রাজ্যজুড়ে বাড়ছে HDU-র বেড
যাদবপুরে অবস্থিত K S রায় টিবি হাসপাতালের 130টি বেডকেও ব্যবহার করা হচ্ছে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য । এমনই জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর ।
কলকাতা, 8 নভেম্বর : COVID-19-এর সম্ভাব্য পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কলকাতা সহ রাজ্যের বিভিন্ন হাসপাতাল এবং চিকিৎসাকেন্দ্র মিলিয়ে আরও 557টি বেড বাড়ানো হচ্ছে HDU (হাই ডিপেন্ডেন্সি ইউনিট)-এর ক্ষেত্রে । ওই সব হাসপাতালে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য চালু বেডগুলি থেকেই মোট 500-র বেশি জেনেরাল বেডকে HDU-এর বেডে রূপান্তরিত করা হচ্ছে । এর পাশাপাশি যাদবপুরে অবস্থিত K S রায় টিবি হাসপাতালের 130টি বেডকেও ব্যবহার করা হচ্ছে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য । এমনই জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর ।
কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের কোনও হাসপাতালের আরও কত সংখ্যক বেডকে HDU-এর বেডে রূপান্তরিত করা হচ্ছে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য ? রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে :
(1) COVID-19 রোগীদের চিকিৎসার জন্য যাদবপুরে অবস্থিত K S রায় টিবি হাসপাতালের 130টি বেডকে ব্যবহার করা হচ্ছে । এর মধ্যে 50টি বেড HDU (হাই ডিপেন্ডেন্সি ইউনিট)-এর জন্য ।
(2) বাঁকুড়ার ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালের আরও ৪০টি বেডকে HDU বেডে রূপান্তরিত করা হচ্ছে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য । এখানে মোট বেডের সংখ্যা ২৫০টি । এর মধ্যে ১০টি CCU এবং, ৪০টি HDU-এর জন্য ।
(৩) আলিপুরদুয়ারে তপসিকাঁথা আয়ুষ হাসপাতালের আরও ১০টি বেডকে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য HDU বেডে রূপান্তরিত করা হচ্ছে । এখানে মোট বেডের সংখ্যা ১১০টি । এর মধ্যে ৭টি CCU এবং, ১০টি বেড HDU-এর জন্য ।
(৪) পূর্ব মেদিনীপুরে বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতালের আরও ১০টি বেডকে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য HDU বেডে রূপান্তরিত করা হচ্ছে । এখানে মোট বেডের সংখ্যা ১৫০টি । এর মধ্যে ১১টি CCU এবং, ১০টি HDU-এর জন্য ।
(৫) পশ্চিম মেদিনিপুরের শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালের আরও ২০টি বেডকে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য HDU বেডে রূপান্তরিত করা হচ্ছে । এখানে মোট বেডের সংখ্যা ২০০টি । এর মধ্যে ১০টি CCU এবং, ৪০টি HDU-এর জন্য ।
(৬) কালিম্পংয়ের ত্রিবেণী ট্যুরিস্ট লজ COVID হাসপাতালের আরও ৬টি বেডকে HDU বেডে রূপান্তরিত করা হচ্ছে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য । এখানে মোট বেডের সংখ্যা ১৫০টি । এর মধ্যে ৬টি CCU এবং, ৬টি HDU-এর জন্য ।
(৭) M R বাঙ্গুর হাসপাতালের আরও ৫২টি বেডকে HDU বেডে রূপান্তরিত করা হচ্ছে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য । এখানে মোট বেডের সংখ্যা ৬৭০টি । এর মধ্যে ৯৪টি CCU এবং, ১৪৯টি HDU-এর জন্য ।
(৮) রাজারহাটে অবস্থিত চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের আরও ৫০টি বেডকে HDU বেডে রূপান্তরিত করা হচ্ছে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য । এখানে মোট বেডের সংখ্যা ৪২৫টি । এর মধ্যে ৫০টি CCU এবং, ৫০টি HDU-এর জন্য ।
(৯) কামারহাটিতে অবস্থিত কলেজ অব মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটালের আরও ২৫টি বেডকে HDU বেডে রূপান্তরিত করা হচ্ছে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য । এখানে মোট বেডের সংখ্যা ৫০০টি । এর মধ্যে ১৮টি CCU এবং, ৫০টি HDU-এর জন্য ।
(১০) মুর্শিদাবাদে অবস্থিত ওল্ড মাতৃসদনের আরও ২৪টি বেডকে HDU বেডে রূপান্তরিত করা হচ্ছে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য । এখানে মোট বেডের সংখ্যা ৩০০টি । এর মধ্যে ২৬টি CCU এবং, ৩২টি HDU-এর জন্য ।
(১১) ঝাড়গ্রাম নাইট শেল্টার COVID হাসপাতালে আরও ৫টি বেডকে HDU বেডে রূপান্তরিত করা হচ্ছে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য । এখানে মোট বেডের সংখ্যা ৭৫টি । এর মধ্যে ১০টি CCU এবং, ১০টি HDU-এর জন্য ।
(১২) হুগলির সিঙ্গুর TCF-এ আরও ২০টি বেডকে HDU বেডে রূপান্তরিত করা হচ্ছে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য । এখানে মোট বেডের সংখ্যা ১০০টি । এর মধ্যে ১১টি CCU এবং, ৯টি HDU-এর জন্য রয়েছে ।
(১৩) নৈহাটি স্টেট জেনারেল হসপিটালের ৪০টি বেডকে HDU বেডে রূপান্তরিত করা হচ্ছে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য । এখানে মোট বেডের সংখ্যা ৯০টি ।
(১৪) উত্তর ২৪ পরগনার শ্রী বলরাম সেবা মন্দিরের ৪০টি বেডকে HDU বেডে রূপান্তরিত করা হচ্ছে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য । এখানে মোট বেডের সংখ্যা ৮০টি ।
(১৫) উত্তর ২৪ পরগনার অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালের ৩০টি বেডকে HDU বেডে রূপান্তরিত করা হচ্ছে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য । এখানে মোট বেডের সংখ্যা ৬০টি ।
(১৬) কল্যাণীর নেতাজি সুভাষ স্যানাটোরিয়ামে ৪০টি বেডকে HDU বেডে রূপান্তরিত করা হচ্ছে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য । এখানে মোট বেডের সংখ্যা ৩০০টি । এর মধ্যে ১০টি CCU এর বেড ।
(১৭) NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের আরও ২৩টি বেডকে HDU বেডে রূপান্তরিত করা হচ্ছে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য । এখানে মোট বেডের সংখ্যা ১১০টি । এর মধ্যে ৪টি CCU এবং, HDU-এর ৪৩টি ।
(১৮) কোচবিহারের মিশন হসপিটালের আরও ১০টি বেডকে HDU বেডে রূপান্তরিত করা হচ্ছে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য । এখানে মোট বেডের সংখ্যা ১১০টি । এর মধ্যে ১৬টি CCU এবং, ১৬টি HDU-এর।
(১৯) জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে । COVID-19 রোগীদের চিকিৎসার জন্য ২০০টি বেড বাড়ানো হচ্ছে । এখানে মোট বেডের সংখ্যা হবে ৫০০টি । এর মধ্যে ৩০টি CCU-এর । এখানে ১২টি বেডকে HDU-এর বেডে রূপান্তরিত করা হচ্ছে ।
(২০) উত্তর ২৪ পরগনার নেহরু মেমোরিয়াল টেকনোগ্লোবাল হসপিটালের অ্যানেক্স বিল্ডিংয়ে আরও ৫০টি বেডে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য ব্যবস্থা করা হচ্ছে । এই বেডগুলির HDU-এর জন্য করা হচ্ছে । আগামী এক মাসের জন্য এই বেডগুলি ব্যবহৃত হবে । এখানে বেডের সংখ্যা হবে ১৪৪টি । এই ১৪৪টির মধ্যে মেইন বিল্ডিংয়ে ৯৪টি এবং অ্যানেক্স বিল্ডিংয়ে ৫০টি বেড । এখানকার মেইন বিল্ডিংয়ের ৯৪টি বেডের মধ্যে ৬৫টি CCU/HDU-এর জন্য রয়েছে ।
রাজ্য সরকারের COVID ডেজিগনেটেড হাসপাতাল হিসাবে এখনও পর্যন্ত কলকাতায় রয়েছে নয়টি হাসপাতাল । এবং, কলকাতার বাইরে রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে আরও ৯২টি হাসপাতাল । রাজ্যের এই ১০১টি COVID ডেজিগনেটেড হাসপাতালে মোট এখনও পর্যন্ত ১৩,৫০৮টি বেড রয়েছে বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর । অন্যদিকে, বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম মিলিয়ে কলকাতায় ৬০টি, উত্তর ২৪ পরগনায় পাঁচটি এবং, পশ্চিম বর্ধমান একটি হাসপাতালে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য আরও মোট ৩,৪১৯টি বেড রয়েছে বলেও জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর । এই ৩,৪১৯টি বেডের মধ্যে ৪০২টি বেড স্যাটেলাইট ফেসিলিটির জন্য রয়েছে । এই ধরনের পরিস্থিতির মধ্যে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমে COVID-19 রোগীদের জন্য আরও বেড বাড়ানোর প্রক্রিয়া জারি রেখেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর । একই সঙ্গে নতুন COVID হাসপাতাল চালুর প্রক্রিয়াও জারি রাখা হয়েছে বলে জানানো হয়েছে ।