কলকাতা, 10 জানুয়ারি: 94টি শূন্যপদে কীভাবে নতুন করে নিয়োগ সম্ভব প্রাথমিক শিক্ষা পর্ষদ, মামলাকারী-সহ অন্যান্য সব পক্ষকে বসে আলোচনার নির্দেশ কলকাতা হাইকোর্টের। সিবিআই রিপোর্টের ভিত্তিতে এই 94 জনকে চাকরি থেকে বরখাস্ত করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আলোচনা করে তাদের প্রস্তাব আদালতকে জানাতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে যারা রাস্তায় বসে আন্দোলন করছে তাদের যাতে নিয়োগের ব্যবস্থা করা যায়, সেটাই হবে আলোচনার মূল বিষয়বস্ত। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, আলোচনার পর আদালতকে জানাতে আগামী 6 ফেব্রুয়ারি।
বিচারপতি অমৃতা সিনহা বুধবার রাজ্যের আইনজীবীর কাছে জানতে চেয়েছিলেন, যোগ্য প্রার্থী, যারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন তাদের জন্য রাজ্য কী পদক্ষেপ করেছে ? তাতে রাজ্যের আইনজীবী জানান, রাজ্য তিন হাজারের বেশি অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল। কিন্তু রাজ্যের সেই সিদ্ধান্তের উপর হাইকোর্ট স্থগিতাদেশ জারি করায় নিয়োগ করা সম্ভব হয়নি। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, "মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ হোক।
কিন্তু যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদ আগেই জানিয়েছে 2016 সালের নিয়োগের জন্য ছয় বছর আগে তৈরি করা তালিকা এখন তাদের কাছে নেই। ফলে কিসের ভিত্তিতে নতুন করে নিয়োগ করা হবে সেটাই মূল প্রশ্ন।"