কলকাতা, 23 সেপ্টেম্বর: বিজেপির নবান্ন অভিযানের মতো রাজনৈতিক দলের কর্মসূচি বাতিল সংক্রান্ত জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট । আবেদন খারিজ করলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ । মামলাকারীর বক্তব্য, ভারতীয় জনতা পার্টির নবান্ন অভিযানে হয়রানির শিকার হয়েছেন সাধারণ মানুষ । সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে । স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে । তাই এমন অভিযান বন্ধ করা হোক । অভিযান ঘিরে যে ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দিক বিজেপি । এই মর্মে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল (HC rejects PIL over banning political rally like Nabanna Abhijan) ।
মামলা দায়ের করেছিলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার । সেই আবেদন খারিজ করলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ । উল্লেখ্য নবান্ন অভিযানে পুলিশি ধরপাকড় ও মারধর এবং বিজেপি পার্টি অফিস ভাঙচুরের অভিযোগে আলাদা মামলা দায়ের করেছিল বিজেপি ।